ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষাক্ত আইসক্রিমে সয়লাব পানছড়ি

প্রকাশিত: ০৪:১৬, ১৯ মে ২০১৭

বিষাক্ত আইসক্রিমে সয়লাব পানছড়ি

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ১৮ মে ॥ পানছড়ি উপজেলার বিভিন্ন বাজার নিম্নমানের বিষাক্ত আইসক্রীমে এখন সয়লাব। কোমলমতিদের মন জয় করতে বাহারি প্যাকেটে কালো আবরণ দেয়া আইসক্রিমটির দাম কম হওয়ায় এর প্রচুর চাহিদা। প্যাকেটের গায়ে লিখা ‘চকবার’ নামের ৫ টাকা দামের আইসক্রিম খেয়ে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে বিদ্যালয় পড়–য়া কোমলমতি শিক্ষার্থীরা। শিশু শ্রেণী থেকে শুরু করে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আইসক্রিম খেয়ে আক্রান্ত হচ্ছে নানান রোগে। পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ ইমরানুল হক সরেজমিনে এ আইসক্রিম দেখে চমকে যান। তিনি জানান, খাদ্য নালী ও রক্ত নালীতে ইনফেকশন ছাড়াও ডায়েরিয়া, পেট ব্যথা, পাতলা পায়খানাসহ নিউমোনিয়ার মতো ভয়াবহ রোগ হতে পারে এ আইসক্রীম থেকে। এটি সম্পূর্ণ নোংরা ও অস্বাস্থ্যকর পানি দিয়ে তৈরি। এর কারণে ইতোমধ্যে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়েরিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। একদিনে সর্বোচ্চ ২২ জন ডায়রিয়ায় আক্রান্তকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলেও জানান। পানছড়ি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী জানান, খবর পেয়ে পানছড়ি বাজারের কুলিং কর্ণারগুলোতে এ বিষাক্ত আইসক্রিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি আছে। এরপরও কেউ অসাধু উপায়ে বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। খাগড়াছড়ির অরণ্য ট্রেডার্স থেকে এসব আইসক্রিম জেলার বিভিন্ন উপজেলায় পরিবেশন করা হয়। ধনবাড়ী হাসপাতালে চারদিন বিদ্যুত নেই নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ মে ॥ ধনবাড়ী উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গত সোমবার থেকে বিদ্যুত না থাকায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে হাসপাতালে রাখা কোটি টাকার ভ্যাকসিন। এ ব্যাপারে বিদ্যুত বিভাগকে জানিয়েও কোন ফল হয়নি বলে স্বাস্থ্য বিভাগের অভিযোগ। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মাহবুব আরেফিন রেজানুর জানান, গত সোমবার রাতে ঝড়ের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুত না থাকায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নষ্ট হচ্ছে কোটি টাকার ভ্যাকসিন ও মূল্যবান জরুরী ওষুধ। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পল্লীবিদ্যুতের ধনবাড়ী সাব-জোনাল অফিসকে একাধিকবার জানানো হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে ময়মনসিংহ পল্লীবিদ্যুত সমিতি-১-এর ধনবাড়ী সাব-জোনাল অফিসের এজিএম আবদুস সবুর বলেন, ঝড়ের কারণে হাসপাতালের লাইনের একটি খুঁটি ভেঙ্গে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাছাড়া চারদিন হাসপাতালে বিদ্যুত নেই বিষয়টি আমাকে আগে জানানো হয়নি।
×