ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসরাইলের পাশাপাশি ভারত ফিলিস্তিনীদের সঙ্গে নীতিগত সম্পর্ক রাখতে চায়

প্রকাশিত: ০৩:৫১, ১৯ মে ২০১৭

ইসরাইলের পাশাপাশি ভারত ফিলিস্তিনীদের সঙ্গে নীতিগত সম্পর্ক রাখতে চায়

ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চারদিনব্যাপী ভারত সফরের অংশ হিসেবে ১৫ মে নতুন দিল্লী যান। সফরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতকালে তিনি তাকে একটি সুন্দর ও আকর্ষণীয় শিল্পকর্ম উপহার দেন। এতে মোদির নাম আরবী ভাষায় অলঙ্কৃত ছিল। এই উপহার প্রদানের মাধ্যমে মোদির প্রতি ফিলিস্তিনী প্রেসিডেন্টের এই আস্থা প্রকাশ পেল যে, ভারতীয় নেতা বিশ্ব প্রেক্ষাপটের রাজনৈতিক খেলায় ফিলিস্তিনীদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন। খবর ইয়াহুনিউজের। বর্তমান ও অতীত আরব নেতৃত্বের সঙ্কীর্ণ ও অদূরদর্শী মনোভাবের জন্য ইসরাইলের মতো একটি ভুঁইফোড় রাষ্ট্রের শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে ফিলিস্তিনী রক্ত করেছে অনেক। ফিলিস্তিনীরা এখন আপন ঘরে পরবাসী জাতি। ইয়াসির আরাফাতের পর মাহমুদ আব্বাস ইসরাইলের প্রতি নমনীয় নীতি গ্রহণ করে ইতোপূর্বে স্বীকৃত দুই রাষ্ট্র নীতির বাস্তবায়নের লক্ষ্যে ঘরে বাইরে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখেন। কিন্তু সকলই বৃথা। নেতানিয়াহু সরকার সম্প্রতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা ইসরাইলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করবে না। এতে অভ্যন্তরীণভাবে মাহমুদ আব্বাস ফিলিস্তিনীদের সমালোচনার মুখে পড়েছেন। ইসরাইলের প্রতি তার নমনীয়তা নিষ্ফল উদারনীতি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে সবাই ভাবছে হামাস নিয়ন্ত্রিত গাজার এতদিনকার অনুসৃত নীতিই সঠিক ছিল কেননা, হামাস বরাবরই বলে আসছে যে, ইসরাইল অস্ত্র ছাড়া শান্তির ভাষা বোঝে না।
×