ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বোফোর্সের ৩ দশক পর মার্কিন কোম্পানির কাছ থেকে অস্ত্র কিনছে ভারত

প্রকাশিত: ০৩:৫১, ১৯ মে ২০১৭

বোফোর্সের ৩ দশক পর মার্কিন কোম্পানির কাছ থেকে অস্ত্র কিনছে ভারত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৭০ কোটি ডলার মূল্যের অস্ত্র ক্রয় চুক্তির অংশ হিসেবে ভারত ১৪৫টি এম-৭৭৭ কামানের দুটির অগ্রিম চালান গ্রহণ করেছে। এগুলো অত্যাধুনিক এবং অতি হাল্কা যা সহজে বহনযোগ্য হাওয়িজার শ্রেণীভুক্ত। প্রায় ত্রিশ বছর আগে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বের সময় বোফোর্স কেলেঙ্কারি নিয়ে ভারতের রাজনীতিতে ব্যাপক ধসের সৃষ্টি হয়। সুইডেনের বোফোর্স কোম্পানির সঙ্গে অস্ত্র ক্রয় চুক্তির সময় বড় অঙ্কের ঘুষ লেনদেনকে কেন্দ্র করে রাজীব গান্ধীর রাজনৈতিক জীবনে কলঙ্ক লেপিত হয়Ñ যার ধাক্কা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সামাল দিতে পারেননি। এরপর যে কোন সমরাস্ত্র ক্রয় চুক্তির সময় কঠোর যাচাই- বাছাই ও নানাবিধ শর্ত আরোপিত হয়। সময়ের দাবি ও পারিপার্শ্বিক কারণে ভারতের সামরিক বাহিনীকে যুগোপযোগী করার ব্যাপক পরিকল্পনা গৃহীত হয়। এর অংশ হিসেবে গোলন্দাজ বাহিনীতে ২২ হাজার কোটি রুপীর পাঁচ ধরনের কামান ক্রয়ের ফরমায়েশ দেয়া হয়। কামানের প্রথম চালান উচ্চ পার্বত্য ও চীনের সীমান্তসংলগ্ন এলাকায় মোতায়েন করা হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় সশস্ত্র বাহিনীতে এসব কামান যুক্ত হয় তার সামরিক শক্তির ব্যাপক প্রসার ঘটবে। বিশেষ করে পূর্বাঞ্চলের চীন সীমান্তে বিমানে করে বহনযোগ্য ১৫৫ মিলিমিটার ও ৩৯ ক্যালিবারের কামান খুবই কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। এসব কামান ৩০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিএই নামের এক ব্রিটিশ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এটি নির্মাণ করেছে। কোম্পানির এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের আগেই অস্ত্রের চালানটি পৌঁছে দেয়া হয়। -ওয়েবসাইট ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির আশঙ্কা ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা রয়েছে, যার ফলে ভোটের ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। এর আগে নির্বাচনের ফলাফল তাৎক্ষণিকভাবে ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচনবিষয়ক সদর দফতরের প্রধান মোহাম্মদ হোসেইন মোকিমি বৃহস্পতিবর এ কথা জানিয়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বুধবার শেষ বেলায় দেয়া ঘোষণায় বলা হয়েছে, ইরানের অভিভাবক পরিষদের মতামত এবং আইনগত বিষয় বিবেচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের ভোট গণনার ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন তদারকির দায়িত্ব অভিভাবক পরিষদের ওপর ধার্য রয়েছে। মোকিমি আরও বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট আইনের ধারা সম্পর্কে অভিভাবক পরিষদের ব্যাখ্যা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, ইরানের ১২তম প্রেসিডেন্ট ও সিটি কাউন্সিল নির্বাচনের প্রচারণা বৃহস্পতিবার সকাল ৮টায় শেষ হয়েছে। শুক্রবারের নির্বাচনকে কেন্দ্র করে বুধবার ব্যস্ত সময় কাটিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি এবং ইমাম রেজা (আ)-এর মাজারকেন্দ্রিক জাতীয় ও আন্তর্জাতিক কার্যক্রমের প্রধান তত্ত্বাবধায়ক ও সাবেক এ্যাটর্নি জেনারেল সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
×