ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইউজিসিতে কারিকুলাম ফরমেট শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ০৮:৩৪, ১৮ মে ২০১৭

ইউজিসিতে কারিকুলাম ফরমেট শীর্ষক কর্মশালা

উচ্চশিক্ষার জন্য কারিকুলাম ফরমেট প্রণয়ন শীর্ষক এক জাতীয় কর্মশালা বুধবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অর্থায়নে ইউজিসি এ কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী এ কর্মশালার উদ্দেশ্য দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য একটি মানসম্মত ও যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম। ইউজিসি সচিব ড. মোঃ খালেদ কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ও বিশিষ্ট কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোঃ ছিদ্দিুকুর রহমান ও বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের জিটিআই এর পরিচালক প্রফেসর ড. মোজাহার আলী।-বিজ্ঞপ্তি
×