ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় পাচারকৃত ১২ বাংলাদেশীকে ফিরিয়ে আনা হয়েছে

প্রকাশিত: ০৮:১৬, ১৮ মে ২০১৭

লিবিয়ায় পাচারকৃত ১২ বাংলাদেশীকে ফিরিয়ে আনা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসী সুরক্ষা সংস্থার (আইএমও) সহায়তায় লিবিয়ায় পাচারকৃত ১২ বাংলাদেশীকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে র‌্যাব। ফেরত আনা বাংলাদেশীদের কাছ থেকে পাচার সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। পাচারের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। বুধবার র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, র‌্যাব-৩ এর একটি দল মানব পাচারকারী চক্রের কয়েক সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে লিবিয়ায় মানব পাচারের তথ্য প্রকাশ পায়। সেই মোতাবেক পাচারকৃতদের উদ্ধারে তৎপরতা শুরু হয়। এতে সহযোগিতা করে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসী সুরক্ষা সংস্থা (আইএমও)। তাদের সহযোগিতায় লিবিয়ায় পাচারকৃত ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃতরা হচ্ছেন কাইয়ুম, মামুন, জাকির, জীবন, কৃষ্ণ, বিল্লাল, শহিদুল, মোস্তফা, রিপন খাঁন, কালাম ও বজলুল। তাদের লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করে মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের শোনাত। আর্তচিৎকার শুনিয়ে তাদের পরিবারের কাছ থেকে ৫ থেকে ৬ লাখ টাকা করে মুক্তিপণ আদায় করত। এই চক্রের সঙ্গে কয়েক বাংলাদেশী, লিবিয়ান ও সুদানী জড়িত। উদ্ধারকৃতদের সবাই পাচারের পর লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটেছে। বুধবার ভোরে উদ্ধারকৃত বারোজন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দর থেকে তাদের র‌্যাব হেফাজতে নেয়া হয়। উদ্ধারকৃতদের কাছ থেকে পাচারের বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে। পাচারের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
×