ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিচারক ও আইনজীবীদের শ্রম আইন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৮:০০, ১৮ মে ২০১৭

বিচারক ও আইনজীবীদের শ্রম আইন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইএলও’র চাহিদামত লেবার স্ট্যান্ডার্ড তৈরি করতে হলে বাংলাদেশের শ্রম আদালতের বিচারক ও আইনজীবীদের শ্রম আইন ও শ্রম অধিকার বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড ডিপার্টমেন্টের ফ্রিডম অব এসোসিয়েশন ব্রাঞ্চের প্রধান কারেন কার্টিসের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের অবহিত করেন। এ সময় আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, আমরা তাদের কাছে শ্রম আদালতের বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে বলেছি। এ প্রশিক্ষণ প্রদানের বিষয়ে আইএলও বাংলাদেশকে সহযোগিতা করবে বলে তারা আশ্বস্ত করেছেন। বৈঠকে অন্যদের মধ্যে আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, ‘আইএলও’র সিনিয়র এ্যাডভাইজার ইসা ও্যায়েল, বাংলাদেশে ‘আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রিনিবাস রেড্ডি উপস্থিত ছিলেন।
×