ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা চাই ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫০, ১৮ মে ২০১৭

চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা চাই ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে আতঙ্ক না ছড়িয়ে গণসচেতনতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, চিকনগুনিয়া ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাগের কোন আশঙ্কা নেই। সরকার এ ক্ষেত্রে বরাবরের মতোই প্রস্তুত। বৃহস্পতিবার সচিবালয়ে চিকনগুনিয়া রোগ বিস্তার রোধে করণীয় সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকনগুনিয়া মরণঘাতী কোন রোগ নয়। এ নিয়ে অহেতুক ভিত বা আতঙ্কিত না হয়ে সচেতন থাকার জন্য তিনি দেশবাসীর প্রতি অনুরোধ করেন। নিজ বাড়িঘর এবং আশপাশে যেন কোনভাবে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার জন্যে মন্ত্রী প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাধারণত জমে থাকা পানির মধ্যেই চিকনগুনিয়া ও ডেঙ্গু রোগের বাহক এডিশ মশা জন্মায়। জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এই রোগ দুটি থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। হার্টয়ের রিংয়ের নির্ধারিত মূল্য কার্যকরে তদারকি বাড়াতে হবে হার্টের রিংয়ের জন্য সরকার নির্ধারিত মূল্য কার্যকর হচ্ছে কি না, তা তদারকিতে ঔষধ প্রশাসন অধিদফতরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। পাশাপাশি এই পদক্ষেপে সহযোগিতা করতে ব্যবসায়ী ও চিকিৎসকদের প্রতি পুনরায় আহ্বান জানালেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদফতরের সম্মেলন কক্ষে ডিজিটাল ওষুধ রেজিস্ট্রেশন সফটওয়্যার ‘ফার্মাডেক্স’-এর উদ্বোধনকালে তিনি এই নির্দেশ দেন।
×