ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সজীব কুমার বসু

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৬:৪৫, ১৮ মে ২০১৭

বিসিএস কর্নার

প্রাবন্ধিক বি.এ (সম্মান) ১ম শ্রেণি এম. এ ১ম শ্রেণি এম. ফিল গবেষক, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় বি সি এস প্রস্তুতিমূলক পর্ব ০১ (১) বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত ? (ক) আগারগাঁও (খ) রমনা (গ) শাহবাগ (ঘ) ধানম-ি (২) মুক্তিযুদ্ধের সর্বেচ্চ ভাস্কর্যের নাম কি ? (ক) বীর (খ) গৌরব (গ) উনসত্তর (ঘ) একাত্তর (৩) বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি ? (ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি (৪) বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিন্দি ভাষায় অনুবাদ করে কে? (ক) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় (খ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (গ) ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় (ঘ) বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় (৫) ফাদার অব অল বোম্বস কোন দেশের তৈরি ? (ক) ফান্স (খ) চীন (গ) যুক্তরাষ্ট্র (ঘ) রাশিয়া (৬) একটি শেয়ারের দাম গতকাল ২০% কমেছে ও আজ তা বেড়েছে ৩০%। মোট বৃদ্ধি বা হ্রাসের হার কত ? (ক) ১০% বৃদ্ধি (খ) ৬% বৃদ্ধি (গ) ৪% বৃদ্ধি (ঘ) ৪% হ্রাস (৭) ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? (ক) ২৪ জন (খ) ২৮ জন (গ) ২৬ জন (ঘ) ৩০ জন (৮) একটি দ্রব্য বিক্রয় করে ১০% ক্ষতি হল, বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হত, দ্রব্যটির ক্রয়মুল্য কত ? (ক) ৪৮০ টাকা (খ) ৪৫০ টাকা (গ) ৪৬০ টাকা (ঘ) ৪২০ টাকা (৯) জীব কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? (ক) রবার্ট হুক (খ) লিউয়েন হুক (গ) রবার্ট ব্রাউন (ঘ) লুই পাস্তুর (১০) প্রথম ৪টি সংখ্যার গড় ৩০০ এবং ১ম ৫টি সংখ্যার যোগফল ১৩২৯ হলে, ৫ম সংখ্যাটি কত? (ক) ৩২৯ (খ) ১২৯ (গ) ১২০ (ঘ) ১৩২ (১১) Bird is to Nest as Horse is to ——————- (a) Ride (b) Gallop (c) Stable (d) Mare (12) Patience is ——————- but its fruit is sweet. (a) bitter (b) tasteless (c) fragment (d) sour (13) Synonym of ‘Loquacious’ is ————————- (a) Introvert (b) Chatty (c) Luxurious (d) Lacking (14) What is the Antonym of Recondite (a) intended (b) defeated (c) widely understood (d) recently discovered (15) An epic based on ————————— performed by a hero (a) Heroic deeds (b) Intervention (c) A narrative (d) Trifle subjects (১৬) পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা কে? (ক) আলাওল (খ) দৌলত কাজী (গ) মাগন ঠাকুর (ঘ) শাহ্ মুহম্মদ সগীর (১৭) বীরভানের চৌতিশা কার লেখা (ক) শেম চন্দ্র (খ) সৈয়দ সুলতান (গ) শেখ ফয়জুল্লাহ্ (ঘ) কোরেশী মাগন ঠাকুর (১৮) ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা? (ক) কাব্য (খ) উপন্যাস (গ) নাটক (ঘ) প্রবন্ধ (১৯) ‘রাইজোবিয়াম’ কী ? (ক) ব্যাকটেরিয়া (খ) ছত্রাক (গ) ভাইরাস (ঘ) পরজীবী উত্তরঃ ১-ক, ২-ক, ৩-গ, ৪-খ, ৫-ঘ, ৬-গ, ৭-খ, ৮-খ, ৯-গ, ১০-খ, ১১-গ, ১২-ক, ১৩-খ, ১৪-গ, ১৫-ক, ১৬-ক, ১৭-ঘ, ১৮-ক, ১৯-ক।
×