ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষয় : জীববিজ্ঞান;###;Taslima Afroz

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৩, ১৮ মে ২০১৭

নবম-দশম শ্রেণির পড়াশোনা

Blessed with SHAH MD.IDRIS ALI & HAMIDA ALI C/O Md. Sofiul Haq Khandakar (Shohag) M.Sc. (First Class 1st), B.Sc. (First Class 9th) Achieved: Best Teacher Award, Lecturer in Zoology, Arambagh High School & College, Arambagh, Motijheel, Dhaka -1000. Mob: 01711-043777 e-mail: [email protected] (পর্ব -২৮) চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা রইল। ইতোপূর্বে তোমরা জীবনীশক্তি, জীবনীশক্তিতে অঞচ এর ভূমিকা, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, ঈ৩ গতিপথ বা ক্যালাভিন চক্র ও ঈ৪ গতিপথ বা হ্যাচ ও স্ল্যাক চক্র, সালোকসংশ্লেষণের প্রভাবসমূহ ও এর গুরুত্ব এবং সবাত শ্বসন সম্পর্কে জেনেছো। আজকের আলোচনা: সবাত শ্বসন (ইলেকট্রন প্রবাহতন্ত্র) ও অবাত শ্বসন (Anaerobic respiration) ১. সবাত শ্বসন (Aerobic respiration): যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু (শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব এসিড) সম্পূর্ণভাবে জারিত হয়ে ঈঙ২, ঐ২ঙ ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে। সবাত শ্বসনই হলো উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া। সবাত শ্বসনের রাসায়নিক সংকেত নিম্নরূপ : সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট ছয় অণু ঈঙ২ ছয় অণু পানি এবং ৩৮টি অঞচ উৎপন্ন করে। সবাত শ্বসনের সংক্ষিপ্ত বর্ণনা : সবাত শ্বসন প্রক্রিয়া সাধারণত চারটি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো নিম্নরূপ : ধাপ-১ : গ্লাইকোলাইসিস (এষুপড়ষুংরং) ধাপ-২ : অ্যাসিটাইল কো-এ (অপবঃুষ ঈড়-অ) সৃষ্টি ধাপ-৩ : ক্রেবস চক্র (কৎবনং পুপষব) ধাপ-৪ : ইলেকট্রন প্রবাহতন্ত্র (ঊষবপঃৎড়হ ঃৎধহংঢ়ড়ৎঃ ংুংঃবস) নিচে ইলেকট্রন প্রবাহতন্ত্রের ধাপগুলোর বর্ণনা করা হলো: ধাপ-৪ : ইলেকট্রন প্রবাহতন্ত্র (Electron transport system) : এ প্রক্রিয়ায় উপরোক্ত তিনটি ধাপে উৎপন্ন ঘঅউঐ+ঐ+, ঋঅউঐ২ জারিত হয়ে অঞচ পানি ইলকট্রন ও প্রোটন উৎপন্ন হয়। উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রনসমূহ ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় শক্তি নির্গত হয়। সে শক্তি অঞচ তৈরিতে ব্যবহৃত হয়। ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট ছয় অণু ঈঙ২ ছয় অণু পানি এবং ৩৮টি অঞচ উৎপন্ন করে। নিচের চার্টে তা দেখানো হলো:
×