ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সমকালীন সাহিত্যনির্ভর সিনেমা ॥ হাফ গার্লফ্রেন্ড

প্রকাশিত: ০৬:৩৯, ১৮ মে ২০১৭

সমকালীন সাহিত্যনির্ভর সিনেমা ॥ হাফ গার্লফ্রেন্ড

সমকালীন ভারতীয় সাহিত্যে দারুণ জনপ্রিয় এক লেখক চেতন ভগত। মাত্র ৪৩ বছর বয়সেই বিপুল খ্যাতি, জনপ্রিয়তা এবং প্রতিষ্ঠা পেয়েছেন তিনি। তার লেখা উপন্যাসগুলো প্রকাশের পর পরই হটকেকের মতো বিক্রি হয়ে যায়। নিউইয়র্ক টাইমস ২০০৮ সালে তার লেখা বইগুলোর বিক্রির ক্ষেত্রে অনন্য রেকর্ড সৃষ্টি করায় ভারতের সর্বাধিক বিক্রীত ইংরেজী উপন্যাসের লেখক হিসেবে অভিহিত করেছে। সমকালীন বাস্তবতা তার লেখা উপন্যাসে চমৎকারভাবে ফুটে ওঠে। বাস্তবতার সঙ্গে নাটকীয়তার অপূর্ব মিশ্রণ চেতন ভগতের উপন্যাসগুলোকে খুব সহজেই পাঠকদের কাছে গ্রহণযোগ্য করে তোলে। সিনেমাটিক উপাদানে পরিপূর্ণ উপন্যাসগুলো বলিউডে ইতোমধ্যে আদৃত এবং গ্রহণযোগ্য হয়েছে। সমকালীন মধ্যবিত্তের নানা চিন্তাভাবনা, মানসিক টানাপোড়েন, আবেগ প্রেম বিরহ ভালবাসার চিত্র উপন্যাসের পাতায় তুলে ধরার ক্ষেত্রে চেতন ভগতের দক্ষতা সবাইকে মুগ্ধ এবং আলোড়িত করে। এ পর্যন্ত বলিউডে তার লেখা গল্প নিয়ে অনেকগুলো সিনেমা নির্মিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ‘থ্রি ইডিয়টস’, ‘কাই পো চে’, ‘টু স্টেটস’, ‘কিক’, ‘হ্যালো’ এবং ‘নানবান’। কাহিনী তার উপন্যাস অবলম্বনে হওয়ায় এ ছবিগুলোর বক্স অফিসের সাফল্যের কৃতিত্ব অনেকটা তার ঝুলিতে গেছে। সর্বশেষ চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ উপন্যাস অবলম্বনে বলিউডে নির্মিত হয়েছে একটি সিনেমা। ২০১৪ সালে প্রকাশিত বহুল পঠিত উপন্যাস ‘হাফ গার্লফ্রেন্ড’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের একজন সফল তরুণ চিত্রনির্মাতা মোহিত সুরি। যিনি এর আগে রাজ-সিক্যুয়ালের তিনটি সিনেমাসহ ‘কলিযুগ’ ‘আওয়ারাপন’, ‘মার্ডার টু’, ‘আশিকী টু’, ‘এক ভিলেন’-এর মতো সুপারহিট ছবিগুলো পরিচালনা করেছেন। ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিটির মূল প্রযোজক বলিউডের বিখ্যাত এক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি টেলিফিল্মস। বালাজির একতা কাপুর শোভা কাপুরের সঙ্গে ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির প্রযোজনায় অংশীদার হিসেবে রয়েছেন লেখক চেতন ভগত স্বয়ং। প্রথমবারের মতো তিনি ছবি প্রযোজনায় যুক্ত হয়েছেন এ ছবির মাধ্যমে। এক জোড়া তরুণ-তরুণীর বিচিত্র প্রেমের চমৎকার গল্প নিয়ে আবর্তিত হয়েছে এ ছবিটির চিত্রনাট্য। এক সাধারণ বিহারী যুবক মাধব রায়ের সঙ্গে দিল্লী শহরের উচ্চবিত্ত হাই সোসাইটির স্মার্ট আধুনিকা তরুণী রিয়া সোমানির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অনেক প্রতিকূলতার মধ্যেও। উভয়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অমিল, বৈপরীত্য, মতবিরোধ, অসঙ্গতি থাকলেও মাধব এবং রিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ক্রমেই ডালপালা ছড়াতে থাকে। যা অনেকটাই অবিশ্বাস্য এবং অবাস্তব মনে হতে পারে কারও কারও কাছে। ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির নায়ক-নায়িকার ভূমিকায় রূপদান করেছেন অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুর। তরুণ প্রজন্মের জনপ্রিয় এই দুই তারকা প্রথমবারের মতো পর্দা জুটি হয়ে আসছেন এ ছবির মাধ্যমে। অর্জুনের আগে পরিনীতি চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কারিনা কাপুর, মোনাক্ষি সিনহাদের সঙ্গে জুটি বেঁধে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। গত বছর তাকে সর্বশেষ দেখা গেছে বিচিত্র স্বাদের এক রোমান্টিক ছবি ‘কি অ্যান্ড কা’তে। সেখানে তাকে অপেক্ষাকৃত বেশি বয়সী অভিনেত্রী কারিনা কাপুরের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে। অর্জুনের আগে চেতন ভগতের বেস্ট সেলিং উপন্যাস ‘টু স্টেটস’ অবলম্বনে নির্মিত ছবিতে অভিনয় করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। ওখানে তার বিপরীতে নায়িকা ছিলেন আলিয়া ভাট। অর্জুন কাপুর নতুন প্রজন্মের সম্ভাবনাময় একজন অভিনেতা হিসেবে ইতোমধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বলিউডে তার যথেষ্ট চাহিদা সৃষ্টি হয়েছে। এ্যাকশন, রোমান্টিক সব ধরনের ছবিতেই অর্জুন চমৎকারভাবে নিজেকে মানিয়ে নিতে পারেন। বলিউডের একটি বিখ্যাত ফিল্মি পরিবারের সন্তান হলেও প্রতিষ্ঠিত প্রযোজক পিতা বনি কাপুরের পৃষ্ঠপোষকতা ছাড়াই আপন যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন অর্জুন। তার ফিল্মি ক্যারিয়ারে আরেকটি নতুন মাইলফলক সংযোজন করতে যাচ্ছে হাফ গার্লফ্রেন্ড ছবিটি। এ ছবিতে এক সাধারণ বিহারী যুবকের চরিত্র পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে যথাসাধ্য চেষ্টা করেছেন তিনি। বলিউডি সাধারণ গতানুগতিক প্রেমিক চরিত্রের বাইরে অনেকটা ব্যতিক্রমধর্মী প্রেমিক চরিত্রটি যথাযথভাবে রূপায়ণ অর্জুনের জন্য আরেকটি চ্যালেঞ্জ ছিল বৈকি। তিনি তা সফলতার সঙ্গে করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন পরিচালক মোহিত সুরি। ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির রচয়িতা লেখক চেতন ভগতও অর্জুনের কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমার টু স্টেটস’ ছবিরও নায়ক ছিল অর্জুন। ওই ছবির নায়ক চরিত্রের সঙ্গে ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির নায়ক মাধবের তেমন কোন মিল নেই। বলা যায় সম্পূর্ণ ডিফারেন্ট, দুটি চরিত্র। অর্জুন এবারও চমৎকার ভাল কাজ করেছে ‘হাফ গার্লফ্রেন্ড’-এ। ওদিকে এ ছবির নায়িকা রিয়া চরিত্রটি তরুণ প্রজন্মের সফল ও আলোচিত তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করছেন বলিউডবোদ্ধারা। অল্প কিছুদিন আগে শ্রদ্ধা অভিনীত ‘ওকে জানু’ ছবিটি মুক্তি পেয়েছে। রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটি বক্স অফিসে চরমভাবে ব্যর্থ হয়েছে। ক্যারিয়ারের সূচনাতে একের পর এক ফ্লপ ছবির কারণে শ্রদ্ধা কাপুরের ফিল্মি ক্যারিয়ারের ভবিষ্যত অনেকটাই অনিশ্চিত ছিল। বলা যায় বলিউড থেকে প্রায় হারিয়ে গিয়েছিলেন বিখ্যাত ভিলেন তারকা শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা। কিন্তু ‘আশিকী টু’, ‘এক ভিলেন’, ‘এবিসিডি টু’, ‘হায়দার’ ‘বাগি’ প্রভৃতি ছবির সাফল্যের সুবাদে শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের ছক পাল্টে যেতে খুব বেশি সময় লাগেনি। অল্প দিনেই হিন্দী সিনেমার অঙ্গনে একজন জনপ্রিয় নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও তার গত কয়েকটি সিনেমা যেমন ‘রক অন টু’, ‘ওকে জানু’র অপ্রত্যাশিত ব্যর্থতা শ্রদ্ধাকে আবার একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। অভিনেত্রী হিসেবে নিজেকে যতই যোগ্য প্রমাণ করুন না কেন অভিনীত সিনেমাগুলো যদি ব্যবসায়িকভাবে সফল না হয় তাহলে এক সময় তার বক্স অফিস গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় পৌঁছবে, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা যেখানে একের পর এক সাফল্যের নতুন দৃষ্টান্ত সৃষ্টি করে চলেছেন সেখানে শ্রদ্ধা ক্রমাগত ফ্লপ ছবির চাপে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ছেন। তেমন পরিস্থিতিতে ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিটি তাকে অনেকটা উদ্ধার করতে পারে। যদি এ ছবিটি বক্স অফিসে ধুন্ধুমার ব্যবসা করে তাহলে এ ছবির সাফল্যের জোয়ারে আবার ভাসবেন নায়িকা শ্রদ্ধা কাপুর। ইতোমধ্যে ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির ট্রেলার এবং গান দর্শকদের প্রচ-ভাবে আকৃষ্ট করেছে। সেখানে শ্রদ্ধা কাপুরের সঙ্গে নায়ক অর্জুন কাপুরের রসায়নও দর্শকদের আগ্রহী কৌতূহলী করেছে। ‘হাফ গার্লফ্রেন্ড’ নামটির মধ্যে এক ধরনের রহস্য এবং কৌতূহল ছড়িয়ে আছে। বলিউডি রোমান্টিক সিনেমার অঙ্গনে নতুন স্বাদের পসরা নিয়ে হাজির হচ্ছে ছবিটি। এ ছবির গানগুলো ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ধারণা করা যায়, হিন্দী সিনেমার দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিটি। চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত বেশিরভাগ সিনেমাই সুপার-ডুপার হিট হয়েছে বিপুল প্রশংসা অর্জন করেছে। তার এবারের নিবেদন ‘হাফ গার্লফ্রেন্ড’ নিশ্চয়ই ব্যর্থ হবে না। চলতি সপ্তাহে ছবিটি মুক্তি পাচ্ছে।
×