ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাজিয়ার কাছে আবারও হারল আবাহনী

প্রকাশিত: ০৬:২৭, ১৮ মে ২০১৭

মাজিয়ার কাছে আবারও হারল আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ আগের হোম ম্যাচে যা হয়েছিল গত ১৪ মার্চ, এবার এ্যাওয়ে ম্যাচেও একই ব্যবধানে হার। এএফসি কাপে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে প্রতিশোধটা নেয়া হলো না ঢাকা আবাহনী লিমিটেডের। বুধবার মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা ২-০ গোলে হারে। কদিন আগেই ঘরের মাঠে ভারতের ব্যাঙ্গালুরু এফসিকে হারিয়ে আত্মবিশ্বাস খুঁজে পাওয়া আবাহনী মাজিয়াকেও হারাতে পারবে এমনটাই ধরে নিয়েছিলেন বাংলাদেশী ফুটবলপ্রেমীরা। কিন্তু তাদের সেই আশায় গুড়েবলি। যদিও প্রথমার্ধ ভাল খেলেই স্কোরশিটে গোলশূন্য ড্র রাখতে পেরেছিল আবাহনী। তবে ৫৯ মিনিটে প্রতিরোধের দেয়ালটা চূর্ণ হয় দ্রাগো মামিচের শিষ্যদের। মোঃ উমায়েরের গোলে ম্যাচে লিড নেয় মালদ্বীপের ক্লাবটি (১-০)। এরপর ৮৫ মিনিটে আবারও গোল হজম করে হারটা নিশ্চিত করে ফেলে আবাহনী। গোলদাতা মাজিয়া আলেকসান্দার রাকিচ (২-০)। শেষ দিকে এসে দ্বিতীয় গোল হজম করে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি আবাহনীর পক্ষে। ফলে ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের দলটি। আজ জাতীয় হকির ফাইনালে সেনা ও নৌবাহিনী স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় হকির ফাইনালে উঠেছে দুই ফেভারিট বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিতে ঢাকা জেলাকে ৪-০ গোলে হারায় সেনাবাহিনী। জয়ী দলের শফিকুল ইসলাম জোড়া গোল করেন। এছাড়া ১টি করে গোল করেন পুস্কর ক্ষিসা মিমো এবং মনোজ বাবু। অপর সেমিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌবাহিনী ৪-৩ গোলে হারায় ঢাকা শিক্ষা বোর্ডকে। জয়ী দলের রাসেল মাহমুদ জিমি জোড়া গোল করেন। ১টি করে গোল করেন মাইনুল ইসলাম কৌশিক এবং রিমন কুমার। বিজিত দলের প্রমোদ দেওয়ান, শাওন শেখ এবং প্রিন্স লাল সামন্ত ১টি করে গোল করেন। আজ সকাল ১১টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা জেলা-ঢাকা শিক্ষা বোর্ড। বেলা সোয়া ৩টায় ফাইনালে মুখোমুখি হবে নৌবাহিনী-সেনাবাহিনী।
×