ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাবালেতার আবেগি বিদায়

প্রকাশিত: ০৬:২৭, ১৮ মে ২০১৭

জাবালেতার আবেগি বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ সেই ২০০৮ সাল থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলছিলেন পাবলো জাবালেতা। আর্জেন্টাইন রাইট ব্যাক সিটিজেনদের আস্থার প্রতীকও হয়েছিলেন। ভালবাসার সেই সম্পর্ক অবশেষে ছিন্ন হলো। সিটির হয়ে নয় বছরের ক্যারিয়ারের শেষ করেছেন ৩২ বছর বয়সী জাবালেতা। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লীগে ওয়েস্টব্রুমের বিরুদ্ধে ম্যানসিটির হয়ে শেষ ম্যাচ খেলেছেন তিনি। ইতিহাদ স্টেডিয়ামে জয়ের সুখানুভূতি থাকলেও জাবালেতার বিদায়ী ম্যাচ হওয়ায় পরিবেশটা হয়ে ওঠে আবেগী। বিষাদের সুরও বেজেছে সবার মনে। খেলোয়াড়দের কাঁধে চেপে চোখের জলেই মাঠ ছেড়েছেন তিনি। জাবালেতা সিটির হয়ে ৩৩৩তম ম্যাচ খেলে ক্লাবকে বিদায় জানিয়েছেন। এদিন ম্যাচের ৬২ মিনিটে ডেভিড সিলভার পরিবর্তে জাবালেতাকে মাঠে নামান সিটি কোচ পেপ গার্ডিওলা। মাঠে নামতেই সিটির ক্যাপ্টেন ভিসেন্ট কোম্পানি তার ক্যাপ্টেন’স আর্মব্যান্ড খুলে জাবালেতার হাতে বেঁধে দেন। তার বিদায়ক্ষণে পরিবেশটা আবেগঘন হয়ে ওঠে। মারিও বালোতেল্লির ভিডিও মেসেজ মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। শুধু তাই নয়, জাবালেতাকে ৩৩৩ লেখা বিশেষ জার্সি দেয়া হলো ক্লাবের পক্ষ থেকে? এখানেই শেষ নয়, জাবালেতা পেয়েছেন আজীবনের জন্য সিজন টিকেট। যে কোন সিটির ম্যাচ দেখতে যখন ইচ্ছা তখনই তিনি ইতিহাদে আসতে পারবেন। ক্লাবের ডাক্তার জাবালেতাকে মজা করে একটি নকল ফার্স্ট এইড কিট দিয়েছেন। ২০০৮ সালে সাড়ে ছয় মিলিয়ান পাউন্ডে এস্পানিওল থেকে সিটিতে এসেছিলেন জাবালেতা। ৩২ বছরের মেসির সতীর্থ সিটিকে দুইবার প্রিমিয়ার লীগ জিতিয়েছেন। একবার এফএ কাপ ও দু’টি লীগ কাপও জিতেছেন। আগামী মৌসুমে ওয়েস্টহ্যাম ইউনাইটেডে যোগ দেবেন তিনি। এদিকে আট বছরের কোচিং ক্যারিয়ারে এমন দুঃসময় কখনই আসেনি পেপ গার্ডিওলার। এই প্রথম কোন মৌসুমে শিরোপা জেতা হচ্ছে না তারকা এই কোচের। আগের দুই ক্লাব বার্সিলোনা কিংবা বেয়ার্ন মিউনিখে থাকলে নাকি কোচের চাকরিটাই হারাতেন। শিরোপাহীন এক মৌসুম কাটানোর পর নিজেই এ কথা বলেছেন সাবেক বার্সা-বায়ার্ন বস। তবে আপাতত তিনে থেকে এবারের ইপিএল শেষ করতে পারলেই তিনি খুশি।
×