ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় ফুটবল দলে নতুন কোচ এ্যান্ড্রু

প্রকাশিত: ০৬:২৭, ১৮ মে ২০১৭

জাতীয় ফুটবল দলে নতুন কোচ এ্যান্ড্রু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে এতদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটি গত কয়েক মাস ধরে যে ‘তামাশা’ করে আসছিল, অবশেষে তার অবসান ঘটেছে। বুধবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় নতুন কোচ নিয়োগের চূড়ান্ত ঘোষণা দেয়া হয়। নতুন কোচ ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী। নাম এ্যান্ড্রু অর্ড। বয়স মাত্র ৩৭। তিনি মে’র প্রথম সপ্তাহ থেকে কাজে নামবেন। ২০১০ সালে থাইল্যান্ডের দল বেক তেরো সাসানার কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করা অর্ড ২০১২ সালে দায়িত্ব নেন থাইল্যান্ডেরই মুয়াং থং ইউনাইটেডের ‘বি’ দলের। ২০১৩ সাল থেকে অস্ট্রেলিয়ার দল পার্থ গ্লোরির সহকারী কোচ ছিলেন তিনি। ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার অর্ড খেলোয়াড়ী জীবনে (১৯৯৫-২০০০) ছিলেন সেন্টার ব্যাক। সেন্ট্রার ডিফেন্ডার হিসেবে দুটি সেমি-প্রফেশনাল ক্লাবে খেলেছেন। কখনও জাতীয় দলে খেলেননি অর্ড। বাংলাদেশের আগে কোন জাতীয় দলের কোচ হিসেবেও তার কোন অভিজ্ঞতা নেই। সেই হিসেবে তার কোচিং বায়োডাটা সমৃদ্ধ নয়। কোচিংয়ে সাফল্য বলতে ২০১১ সালে থাইল্যান্ডে এফএ যুব কাপে বেক তেরো সাসানাকে চ্যাম্পিয়ন করান এবং ২০১৩ সালে রিজিওন্যাল লীগ ডিভিশন টুতে মুয়াং থং ইউনাইটেডকে রানার্সআপ করান। সর্বশেষ বাংলাদেশ দলের কোচ ছিলেন বেলজিয়ামের টম সেইন্টফিট। বিশ্বকাপ বাছাইয়ের ভরাডুবির পর তাকে বিদায় করে দেয় বাফুফে। গত বছর সেপ্টেম্বরে ভুটানের কাছে জাতীয় দলের হারের পর থেকেই একজন নতুন বিদেশী কোচের সন্ধান করছিল বাফুফে। আপাতত জাতীয় দলের কোন খেলা নেই। তবে এএফসির বয়সভিত্তিক দুটি টুর্নামেন্ট আছে এ বছর। আপাতত যুব দলের কাজ দিয়ে শুরু হবে অর্ডের বাংলাদেশ মিশন। এর আগে ন্যাশনাল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ গত ১৮ এপ্রিল জানিয়েছিলেন, আগামী দশ দিনের মধ্যে (২৭ এপ্রিল) জাতীয় দলের জন্য প্রধান কোচ নিয়োগ দেবে বাফুফে। সেই দশ দিন যে কতদিনে শেষ হলো, সেটা তো বলাই বাহুল্য। শুধু তাই নয়, গত ১৬ মার্চেও বাফুফে এ ধরনের আরেকটি ‘বাণী’ দিয়েছিল। তখন বলা হয়েছিল আগামী সাতদিনের মধ্যেই কোচ নিয়োগ দেয়া হবে। সেই সাতদিন আর শেষ হয়নি।
×