ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফের শারাপোভার দুঃসংবাদ

প্রকাশিত: ০৬:২৫, ১৮ মে ২০১৭

ফের শারাপোভার দুঃসংবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনে মারিয়া শারাপোভা খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় ছিল। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন। প্যারিসের এই টুর্নামেন্টে খেলার অনুমতি পেলেন না রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। শারাপোভাকে ওয়াইল্ড কার্ড প্রদান না করার ব্যাপারে দেশটির টেনিস ফেডারেশনের প্রধান বার্নাড জুডিসেল্লি ফেরানদিনি বলেন, ‘যারা ডোপিং থেকে ফিরেন তাদের জন্য নয় বরং যারা ইনজুরি থেকে ফিরে আসেন তাদের জন্যই কেবল ওয়াইল্ড কার্ড। তাই শারাপোভা এবং তার ভক্ত-অনুরাগীদের জন্য দুঃখ প্রকাশ করছি। শারাপোভা এবং তার সমর্থকরা হয়তো মন খারাপ করতে পারেন কিন্তু খেলাধুলার যথাযথ মান রক্ষা করাটাই আমার দায়িত্ব এবং মূল লক্ষ্য।’ ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে পজিটিভ হন শারাপোভা। এরপর থেকেই আর কোন টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি। স্টুটগার্ট ওপেন দিয়ে গত এপ্রিলেই ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরেন শারাপোভা। জার্মানির সেই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেন তিনি। এরপর মাদ্রিদ এবং ইতালিয়ান ওপেনে খেলার জন্যও আমন্ত্রণ পান মাশা। কিন্তু ফরাসী ওপেনে খেলা নিয়েই তৈরি হয় সংশয়। যদিওবা নিষেধাজ্ঞা কাটিয়ে ইতোমধ্যে তিনটি টুর্নামেন্টে খেলা শারাপোভা ও তার ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা ছিল ফ্রেঞ্চ ওপেনে খেলার। কিন্তু তা আর হলো না রাশিয়ান টেনিস তারকার। এর ফলে অনেকটা গ্ল্যামারহীন হয়ে পড়লো এবারের ফরাসী ওপেন। কেননা অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এই মৌসুমে আর খেলতে পারবেন না সেরেনা উইলিয়ামস। মা হওয়ার কারণে নেই বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কাও। এদিকে পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে মৌসুমের দ্বিতীয় মেজর এই টুর্নামেন্টে খেলতে পারছেন না চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাও। দুর্ভাগ্যই বলতে হবে শারাপোভার। কেননা ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ড না পাওয়ার ঘণ্টাখানিক পরই যে তার সমর্থকদের শুনতে হয় আরেকটি দুঃসংবাদ। ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে উরুতে চোট পান তিনি। যে কারণে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে রিটায়ার্ড নিতে বাধ্য হন পাঁচটি গ্র্যান্ডসøামের মালিক। অথচ ইতালিয়ান ওপেনের প্রথম রাউন্ডে দারুণ জয়ে মিশন শুরু করেন শারাপোভা। মিরজানা লুসিচ বারোনির কাছে অবশ্য দ্বিতীয় রাউন্ডের প্রথম সেট ৬-৪ ব্যবধানে হেরে যান তিনি। কিন্তু ৬-৩ ব্যবধানে জিতে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই টেনিস তারকা। কিন্তু তৃতীয় সেটে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও উরুর চোটের কারণে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন মারিয়া শারাপোভা। তবে চোট ততটা গুরুতর নয় বলে জানিয়েছেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। এক বিবৃতিতে শারাপোভা বলেন, ‘উরুর ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নেয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। আশা করছি ইনজুরি ততটা গুরুতর নয়, এজন্য প্রয়োজনীয় চিকিৎসা আমি গ্রহণ করব।’ রোমে পরাজিত হবার অর্থ হচ্ছে উইম্বলডনেও মূল ড্র’তে বাছাই হবার সুযোগ হারাচ্ছেন ৩০ বছর বয়সী শারাপোভা। ইতালিয়ান রাজধানীতে সেমিফাইনালে পৌঁছাতে পারলেই এই সুযোগ তিনি পেতেন। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রথম রাউন্ডে বাই পাবার পর দ্বিতীয় রাউন্ডেই স্থানীয় ফেবারিট ফোগনিনির কাছে ৬-১ এবং ৬-৪ গেমের পরাজয়ে হতাশ হতে হয়েছে বিশ্বের এক নাম্বার খেলোয়াড় এ্যান্ডি মারেকে। ম্যাচে চারবার স্কটিশ তারকাকে ব্রেক করেছেন ফোগনিনি। মাত্র ৯০ মিনিটেই বিশ্বের শীর্ষ তারকাকে ধরাশায়ী করে রোলাঁ গ্যাঁরোতে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই কোর্টে নামবেন ইতালিয়ান ফোগনিনি। চলতি বছর এখন পর্যন্ত কোন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারেননি মারে। ফোগনিনির কাছে পরাজয় এবারের মৌসুমে তার সপ্তম পরাজয়। ম্যাচ শেষে মারে বলেন, অবশ্যই আজ আমার অনেক ভাল খেলা উচিত ছিল। তবে শুরু থেকেই সে দারুণ খেলেছে। আমি নিজের জন্য তেমন কোন সুযোগ তৈরি করতে পারিনি।
×