ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিমত রিয়াল মাদ্রিদের কোচ জিদানের

শিরোপাই পারে চাকরি বাঁচাতে

প্রকাশিত: ০৬:২৪, ১৮ মে ২০১৭

শিরোপাই পারে চাকরি বাঁচাতে

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে যোগদানের পরই বাজিমাত করেন জিনেদিন জিদান। প্রথম বছরেই ক্লাবকে তিনটি শিরোপা উপহার দেন তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, সুপার কাপ এবং জাপানে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েই বছর শেষ করেন ফরাসী ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। কিন্তু চলতি বছরে এখনও কোন ট্রফির ছোঁয়া পাননি জিনেদিন জিদান। স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরদ্ধারের খুব কাছে তার দল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লীগ জয় থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে তার শিষ্যরা। দীর্ঘ ৫৯ বছর পর আবারও ডাবল (লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ) জয়ের হাতছানি রিয়াল মাদ্রিদের। তবে এখনই ডাবল জয়ের উচ্ছ্বাসে ভাসতে রাজি নন জিদান। বরং ট্রফি জিততে না পারলে চাকরিও হারিয়ে ফেলতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে জিদান তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘একজন কোচ হিসেবে আমি সবদিক থেকেই উন্নতি করছি। কিন্তু এটা আসলে কিছুই নয়। এই মুহূর্তে আমার অবস্থান কোথায় তা কেবল আমিই ভাল জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাকরি টিকিয়ে রাখতে হলে সম্ভাব্য সবকিছুই জিততে হবে।’ লা লিগা আর চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা যদি জিততে নাই পারেন তাহলে কি আসলেই বরখাস্তের শিকার হবেন জিদান? সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিবেদনে অবশ্য বরখাস্ত হওয়ার শঙ্কার কথাই জানানো হয়েছে। এর পেছনে তাদের যুক্তিও রয়েছে। সবসময়ই বেল-বেনজামা-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (বিবিসি) নিয়ে খেলার মানসিকতা তার মধ্যে অন্যতম। ড্রেসিংরুমেও রয়েছে অস্থিরতা। জেমস রড্রিগেজ, ইস্কো এবং আলভারো মোরাতাÑ মূলত জিজুর নীতির কারণেই মৌসুমের শুরু থেকে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে তাদের। মূলত এ সবকিছুর জন্যই কোচ পরিবর্তনের শঙ্কা তৈরি হয়েছে রিয়ালের। তবে জিদান কোন শিরোপা জিততে না পারলেও তাকে বরখাস্ত করাটাকে অন্যায় হবে বলে মনে করছেন টেরি গিবসন। এ প্রসঙ্গে সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড বলেন, ‘রিয়াল মাদ্রিদ যদি কোন শিরোপা জিততে নাই পারে তাহলেই প্রশ্নটা উঠবেÑ রিয়াল মাদ্রিদে থাকছেন তো জিদান? তবে কোন কিছু না ভেবেই আমি বলব অবশ্যই, তাকে রাখা উচিত। কোন শিরোপা না জেতার অযুহাতে যদি জিদানকে বরখাস্ত করে তাহলে সেটা হবে অনেক বড় অন্যায়। আমি মনে করি না এটা তাদের ভাল সিদ্ধান্ত। কোচ হিসেবে সে নতুন আর প্রথম কোচ হিসেবেই সে যা করেছে তা সত্যিই অনেক বড় অর্জন।’ বুধবার সেল্টা ভিগোর মুখোমুখি হয় রিয়াল। সেই ম্যাচের ফলাফল অবশ্য ইতোমধ্যেই জেনে গেছেন ফুটবলপ্রেমীরা। যদি জয় পেয়ে থাকে তাহলে লা লিগার শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে যাবে রিয়াল। কেননা সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত ৩৬ ম্যাচ থেকে জিদানের দলের সংগ্রহে ৮৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলেও বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনার পয়েন্ট সমান ৮৭। তাই শেষ ম্যাচে ড্র করলেও শিরোপা পুনরুদ্ধার করবে রামোস-রোনাল্ডোরা।
×