ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ও ইতালি বিমানবাহিনী প্রধানের মতবিনিময়

প্রকাশিত: ০৬:১৪, ১৮ মে ২০১৭

স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ও ইতালি বিমানবাহিনী প্রধানের মতবিনিময়

ইতালির বিমানবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এনজো ভেসিয়ারেল্লির আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, সফরসঙ্গীসহ মঙ্গলবার সে দেশের বিমানবাহিনী সদর দফতর পরিদর্শন করেন এবং বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক স¦ার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। সফরকারী দলটি ইতালির বিমান বাহিনীর উড্ডয়ন প্রশিক্ষণ শাখা ও রাডার মেরামত ইউনিটসহ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করেন। এছাড়াও সফরকারী দলটি বাংলাদেশ বিমান বাহিনীকে হেলিকপ্টার প্রদানকারী ইতালীয় কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য লিওনার্দো কোম্পানির বিভিন্ন স্থাপনা ও কর্মকা- পরিদর্শন করবেন। আশা করা হচ্ছে, বিমান বাহিনী প্রধানের ইতালি সফর দুই দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেÑআইএসপিআর
×