ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাশেদ খান মেননের আজ জন্মদিন

প্রকাশিত: ০৬:১৩, ১৮ মে ২০১৭

রাশেদ খান মেননের আজ জন্মদিন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, ১৪ দলীয় জোট সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি আজ ৭৪ বছরে পদার্পণ করবেন। তার ৭৩তম জন্মদিন উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। মেনন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি ১৯৪৩ সনের ১৮ মে বরিশালে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। পিতা বিচারপতি আবদুল জব্বার খান। পারিবারিক ঐতিহ্যের অধিকারী রাশেদ খান মেননের ভাইদের মধ্যে মরহুম সাদেক খান, কিংবদন্তি কবি মরহুম আবু জাফর ওবায়দুল্লাহ খান, প্রখ্যাত সাংবাদিক মরহুম এনায়েতুল্লাহ খান, বোন সেলিমা রহমান, মুক্তিযোদ্ধা সংগঠক শহিদুল্লাহ খান বাদল। তার স্ত্রী লুৎফুন্নেসা খান, মেয়ে ড. সুবর্ণা খান ও ছেলে আইনের ছাত্র আনিক রাশেদ খান। মেনন ৬২ সালে নিরাপত্তা আইনে প্রথম কারাবন্দী হওয়ার পর ’৬৯ সাল পর্যন্ত বিভিন্ন সময় ও বিভিন্ন মেয়াদে নিরাপত্তা আইন, দেশরক্ষা আইন ও বিভিন্ন মামলায় কারাবরণ করেন। ১৯৬৭-১৯৬৯ সালে জেলে থাকাকালে তিনি বঙ্গবন্ধুর সান্নিধ্যে আসেন। ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারি পল্টন ময়দানের জনসভায় ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা’ কায়েমের দাবি করায় ইয়াহিয়ার সামরিক সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ও তার অনুপস্থিতিতে সামরিক আদালতে মেননের ৭ বছর সশ্রম কারাদ- ও সম্পত্তির ষাট ভাগ বাজেয়াপ্তের দ-াদেশ দেয়। তার ৭৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কার্যালয়ের সামনের চত্বরে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় জন্মদিন উদ্যাপন কমিটির উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
×