ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মূত্রথলির ক্যান্সার বৃদ্ধিতে দায়ী ই-সিগারেট

প্রকাশিত: ০৬:০৪, ১৮ মে ২০১৭

মূত্রথলির ক্যান্সার বৃদ্ধিতে দায়ী ই-সিগারেট

অনেকেই মনে করেন সরাসরি ধূমপানের চেয়ে ই-সিগারেট নিরাপদ। তাদের জন্য দুঃসংবাদ আছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে সরাসরি সিগারেট গ্রহণ ও ই-সিগারেট টানা উভয়ই মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাশভিলের ক্যান্সার সেন্টারের অধ্যাপক স্যাম চ্যাং এক গবেষণার পর এই তথ্য জানান। তিনি বলেন, আমরা জানতাম সরাসরি সিগারেট পানের সঙ্গে মূত্রথলির ক্যান্সারের একটি সংশ্লিষ্টতা রয়েছে। এজন্য ই-সিগারেটের জনপ্রিয়তা বাড়ছে। তবে ই-সিগারেট টানার সঙ্গেও যে এই রোগের কার্যকর সংশ্লিষ্টতা থাকতে পারে তা ভাবা হয়নি। সিগারেট থেকে শরীরে প্রবেশ করা নিকোটিন মূলত প্রসাবের সাহায্যে বেরিয়ে যায়। গবেষণায় তারা সরাসরি সিগারেট ও ই-সিগারেট টানেন এমন লোকদের মূত্র সংগ্রহ করেন। এতে দেখা যায় ই-সিগারেটের তরলের মধ্যেও এমন রাসায়নিক রয়েছে যা মূত্রথলির ক্যান্সারের সঙ্গে সংশ্লিষ্ট। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মতদেন গবেষকরা।-ইউপিআই অবলম্বনে।
×