ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার আরেক দুর্নীতি মামলায়ও বিচারক বদল হাইকোর্টে

প্রকাশিত: ০৬:০০, ১৮ মে ২০১৭

খালেদার আরেক দুর্নীতি মামলায়ও বিচারক বদল হাইকোর্টে

স্টাফ রিপোর্টার ॥ এতিমখানা দুর্নীতি মামলার পর এবার দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলাতেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করে বিচারক বদলে দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশ অমান্য করায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (এফআইডিসি) চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৩৮ চিকিৎসক চাকরি পাবেন কিনা সেটি জানা যাবে আগামী ২১ মে রবিবার। ঐদিন এ বিষয়ে রায় দেবেন আপীল বিভাগ। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপীলের শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মোঃ সাব্বির ফয়েজ এ তথ্য জানান। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। এতিমখানা দুর্নীতি মামলার পর এবার দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলাতেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করে বিচারক বদলে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। সাত বছর আগে দুদকের দায়ের করা জিয়া দাতব্য ট্রাস্ট মামলা বর্তমানে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানি পর্যায়ে রয়েছে। পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের মাঠে জজ আদালতের অস্থায়ী এজলাসে এতদিন এ মামলার বিচার চলছিল। সবিচকে তলব আদালতের আদেশ অমান্য করায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (এফআইডিসি) চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট। রবিবার ডাক্তারদের ভাগ্য জানা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৩৮ চিকিৎসক চাকরি পাবেন কিনা সেটি জানা যাবে আগামী ২১ মে রবিবার। ঐদিন এ বিষয়ে রায় দেবেন আপীল বিভাগ। বেঞ্চ নির্ধারণ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপীলের শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
×