ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সংগ্রহ ২৫৭ রান

প্রকাশিত: ০৫:৫২, ১৮ মে ২০১৭

বাংলাদেশের সংগ্রহ ২৫৭ রান

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫৭ রান করেছে বাংলাদেশ। সৌম্য সরকারের ৬১, মুশফিকুর রহীমের ৫৫, মাহমুদুল্লাহ রিয়াদের ৫১ ও মোসাদ্দেক হোসেন সৈকতের ৪১ রানে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে এই রান করে মাশরাফিবাহিনী। ম্যাচটিতে আগে ব্যাট করে বাংলাদেশ। ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে দুই ওপেনার তামিম ও সৌম্য মিলে শুরুটা দুর্দান্ত করেন। ওপেনিং জুটিতেই ৭২ রানের জুটি গড়েন। এমন সময় তামিম (২৩) আউট হয়ে যান। কিছুক্ষণের মধ্যে সাব্বির রহমান রুম্মনও (১) সাজঘরে ফেরেন। এরপর সৌম্য ও মুশফিক মিলে এগিয়ে যেতে থাকেন। ১১৭ রানে গিয়ে ৬৭ বলে ৫ চারে ৬১ রান করা সৌম্য আউট হন। সৌম্য আউট হওয়ার পর ব্যর্থ হন সাকিব (৬)। ১৩২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপত্তিতে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ মিলে সেই বিপত্তি দূর করে দেন। দুইজন মিলে দলকে ১৮১ রানে নিয়ে যান। এমন সময় হাফসেঞ্চুরি করে মুশফিক (৫৫) সাজঘরে ফেরেন। এরপর মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাট হাতে নেমে মাহমুদুল্লাহকে যোগ্য সঙ্গ দিতে থাকেন। মাহমুদুল্লাহও হাফসেঞ্চুরি করে ফেলেন। ৫১ রান যখন হয় তখন দলের ২৪২ রানের সময় আউট হন মাহমুদুল্লাহ। ২৫৩ রানে মোসাদ্দেকও (৪১) সাজঘরে ফেরেন। দুইজন মিলে দলকে শেষ মুহূর্তে ভরসা দেন। তাইতো দলের স্কোর আড়াই শ’ রানে পৌঁছায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ৯ উইকেটে ৫০ ওভারে ২৫৭ রান করে বাংলাদেশ। এ ম্যাচটির আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলই সিরিজের একটি করে ম্যাচ খেলে ফেলেছে। দুই দলই স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছে। বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ৫১ রানে জিতেছে নিউজিল্যান্ড। এ সিরিজটি বাংলাদেশ ও নিউজিল্যান্ড খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে। বিদেশের মাটিতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে ১০টি ম্যাচ ও নিউজিল্যান্ডের বাইরে ৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবকটিতেই হেরেছে। মোট ২৮ ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ১৩টি ম্যাচ খেলে ৮টি ম্যাচে জিতেছে বাংলাদেশ। কিন্তু বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাফল্য শূন্যের কোঠায়। শুধুই ব্যর্থতা মিলেছে। সর্বশেষ গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডে দুই দল পরস্পরের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়। সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তার মানে নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশ বরাবরই কঠিন পরিস্থিতিতে পড়েছে। তবে এবার নিউজিল্যান্ডকে হারিয়েও দিতে পারে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমানদের নিয়ে গড়া বোলিং আক্রমণ যে অনেক শক্ত।
×