ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ত্রাণ বিতরণ করবেন

প্রধানমন্ত্রী আজ খালিয়াজুরির ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাচ্ছেন

প্রকাশিত: ০৫:৫১, ১৮ মে ২০১৭

প্রধানমন্ত্রী আজ খালিয়াজুরির ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাচ্ছেন

সঞ্জয় সরকার, খালিয়াজুরি, নেত্রকোনা থেকে ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৮ মে) নেত্রকোনার হাওড়দ্বীপ খ্যাত খালিয়াজুরি উপজেলার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে গোটা খালিয়াজুরিতে উৎসবের পরিবেশ বিরাজ করছে। আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী আজ সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে খালিয়াজুরির উদ্দেশে রওনা হবেন। সকাল ৯টা ৪০ মিনিটে তিনি খালিয়াজুরি কলেজ মাঠসংলগ্ন হেলিপ্যাডে নামবেন। ১০টার পর তিনি উপজেলার ক্ষতিগ্রস্ত হাওড় এলাকা পরিদর্শন এবং দুর্গত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার জানান, প্রধানমন্ত্রী খালিয়াজুরির নগর ইউনিয়নের বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ও দুস্থদের হাতে ত্রাণ তুলে দেবেন। এছাড়া খালিয়াজুরি কলেজ মাঠে সুধীজন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। স্থানীয় প্রশাসন এবং সরকারের বিভিন্ন সংস্থা এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
×