ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেরিতে হলেও বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ মে ২০১৭

দেরিতে হলেও বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ‘ধ্বংসের রাজনীতি পরিহার করে বিএনপি’র স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসাটা জাতির জন্য শুভ লক্ষণ। এটা জাতীয় রাজনীতির জন্য ইতিবাচক। দেরিতে হলেও শুভ বুদ্ধির উদয়ের জন্য বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি)। বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের ‘জাতীয় সম্মেলন ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশের বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই অগ্রগতি ধরে রাখার জন্য দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল ও জঙ্গী কালিমা লেপনের কোন কৌশল সহ্য করা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের মূল কারিগর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যে জ্ঞান অর্জন করেন তা প্রয়োগে তারা সফল। এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখে বঙ্গবন্ধুর আদর্শ সামনে রেখে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে কাজ করার জন্য তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনতা সপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের যে সাফল্য তা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরে সরকারের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে। তাহলে যে কোন অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনেও জয় লাভ করবে। নীতি নির্ধারণে বিশ্বের চার নেতার মধ্যে শেখ হাসিনা অন্যতম উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী কখনও নেতিবাচক মনোভাব পোষণ করেন না। ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে বলে তিনি উল্লেখ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বেশি সময় বাকি নেই। ২০১৮ সালের শেষে কিংবা ২০১৯ সালের প্রথম ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নানাদিক থেকে এই সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সামনে রেখে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করার অঙ্গীকার গ্রহণ করে। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় সম্মেলন- ২০১৭’ শীর্ষক অনুষ্ঠানে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হক ৪০ লাখ প্রকৌশলীর হয়ে এ অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। সেই সঙ্গে আগামী নির্বাচনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ অর্জন গণমানুষের সামনে তুলে ধরে জনমত সৃষ্টি করতে পারে সে লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান বলেন, ‘১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করায় আজ দেশের মানুষ স্বপ্ন দেখতে পারছেন। উন্নয়ন অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে দেশব্যাপী জনমত গঠনে কাজ করার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান। সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। দেশের ৪০ লাখ প্রকৌশলী আছেন। সকলেই নিজ নিজ জায়গা থেকে সরকারের পক্ষে কাজ করবেন বলে আশা রাখি। আমরা দেশের উন্নয়নমূলক কর্মকা-কে দেশের মানুষের সামনে তুলে ধরার মাধ্যমেই জনমত সৃষ্টি তরতে পারব।’ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার বলেন, জাতীয় জীবনের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের পেশাগত সমস্যাদি অবশ্যই সমাধান হওয়া উচিত। সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান বলেন, ‘উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখতে হবে।’ আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের নীতি নির্ধারকদের সহায়তা কামনা করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ এদেশের দক্ষতার প্রতীক। তারা অবশ্যই আগামী নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনের সভাপতি এ কে এম আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবদুল হক ও ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শেখ জিয়াউল হাসান শেখ। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত দুই দিনব্যপী এ জাতীয় সম্মেলনে দেশের ৬৪টি জেলা থেকে দুইজন করে মোট ১২৮ জন স্থানীয় প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান, সাংগঠনিক অধিবেশন ও সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হয় এ সম্মেলন। সাংগঠনিক অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। এছাড়া এ সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
×