ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টিকফা বৈঠকে গার্মেন্টস পণ্যে জিএসপি সুবিধা চাইল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৭, ১৮ মে ২০১৭

টিকফা বৈঠকে গার্মেন্টস পণ্যে জিএসপি সুবিধা চাইল বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ব বাণিজ্য সংস্থার বালি সিদ্ধান্তের আলোকে যুক্তরাষ্ট্রের বাজারে গার্মেন্টস পণ্য রফতানিতে শুল্কমুক্ত বাজার সুবিধা চাইল বাংলাদেশ। এছাড়া রফতানিতে বাংলাদেশী পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, টেকনোলজি ট্রান্সফার ও ডিজিটাল ইকোনমিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে। জিএসপি পুনর্বহালের বিষয়ে কোন আলোচনা হয়নি। তবে বাংলাদেশের সঙ্গে ফ্রি ট্রেড এ্যাগ্রিমেন্ট (এফটিএ) নেই বলে শুল্কমুক্ত বাজার সুবিধা দেয়া যাচ্ছে না, জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম অধিকার ইস্যুতে জিএসপি সুবিধা স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে এই সুবিধা পুনর্বহাল হবে কিনা নির্ভর করছে কংগ্রেসের সিদ্ধান্তের ওপর। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রেড এ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এ্যাগ্রিমেন্ট (টিকফা) কাউন্সিলের তৃতীয় সভা দিনব্যাপী অনুষ্ঠিত হয়। টিকফা ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু। এছাড়া প্রতিনিধিদলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ ২১ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ মার্ক লিনসকট। এছাড়া ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া এস বার্নিকাটসহ মোট ১৩ সদস্যের প্রতিনিধিদল এ সভায় অংশগ্রহণ করে। সাংবাদিক সম্মেলনে বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রফতানিকারক দেশ। কিন্তু গত কয়েক বছরে বিভিন্ন ইস্যুতে দেশটিতে রফতানি প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থানে চলে এসেছে জার্মানি। এটা দুই দেশের জন্য ভাল লক্ষণ নয়। তিনি বলেন, বাংলাদেশ শুধু পণ্যই রফতানি করে না, বরং বড় অঙ্কের শুল্ক প্রদান করছে। তিনি বলেন, বাংলাদেশের টেলিকমিউনিকেশন, আইটি, স্বাস্থ্য, বিদ্যুতসহ বড় বড় অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে পারে। বাণিজ্য সচিব বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ হচ্ছে এখন বিশ্বের মধ্যে সবচেয়ে ভাল জায়গা। তাই দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের এদেশে আসা প্রয়োজন।
×