ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফের অর্থনৈতিক মন্দার কবলে গ্রিস

প্রকাশিত: ০৪:১৯, ১৮ মে ২০১৭

ফের অর্থনৈতিক মন্দার কবলে গ্রিস

২০১২ সালের পর ফের অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে গ্রিস। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাট বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশটির জিডিপি প্রবৃদ্ধি আরও ০.১ শতাংশ কমেছে। ২০১৬ সালের শেষ প্রান্তিকে যা ১.২ শতাংশ হ্রাস পেয়েছিল। খবর বিবিসি ও রয়টার্সের। গ্রিসের বেশ কয়েকটি শ্রমিক ইউনিয়ন বলছে, ঋণের অর্থ পরিশোধের জন্য সরকার দেশটিতে কর বৃদ্ধি ও পেনশন কমানোর মতো ব্যয় সঙ্কোচনের নানা পদক্ষেপ নিচ্ছে। এই প্রবণতা দিন দিন আরও কঠোর হচ্ছে। এ পদক্ষেপের বিপরীতে সেখানে ২ দিনের ধর্মঘট পালন করছে তারা। খবরে বলা হয়, ব্যয় সঙ্কোচনের নীতি সংস্কারের দাবিতে গ্রিসে ২৪ ঘণ্টা হরতাল হয়েছে। এতে দেশটির নদীপথ, সড়ক পথ ও ট্রেন সেবা বিকল হয়ে পড়েছে। সরকারী কর্মকর্তা ও চিকিৎসকরাও তাদের কাজ বন্ধ করে রাস্তায় নেমেছে। -অর্থনৈতিক রিপোর্টার অক্টোবরে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন আগামী ২১ থেকে ২৭ অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হবে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন- ২০১৭। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশী ব্যবসায়ীদের সমন্বয়ে এবারই প্রথমবারের মতো এই আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের প্রস্তুতি ও পরিচিতি উপলক্ষে সোমবার লন্ডনে দিনব্যাপী সেমিনার ও কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন দেশের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আসার আহ্বান জানান। অনুষ্ঠানে ১৯টি দেশের শীর্ষ বাংলাদেশী ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‘এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন’ সফলভাবে আয়োজনের জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা রয়েছে বলে জানান লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সেলর শরীফা খান। -অর্থনৈতিক রিপোর্টার
×