ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রমজানে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময়সূচী

প্রকাশিত: ০৪:১৮, ১৮ মে ২০১৭

রমজানে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময়সূচী

অর্থনৈতিক রিপোর্টার ॥ আসন্ন রমজান মাসের জন্য সকল তফসিলি ব্যাংকের সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী রমজানে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলো পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। রমজান ছাড়া বছরের অন্যান্য কার্যদিবসে ব্যাংকারদের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত। প্রতিবছরই রমজান মাসে অফিস ও লেনদেনের সময়সূচীতে পরিবর্তন আনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ সময়ের মতো পবিত্র রমজান মাসেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। আর রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। মধু চাষ লাভজনক অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ভবনে চলছে মধু মেলা। ৫ দিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছে প্রায় ৩০টি স্টল। যাদের সবাই বিসিক থেকে মৌ-চাষ বিষয়ক প্রশিক্ষণ নিয়ে হয়েছেন স্বাবলম্বী। মৌ-চাষের মাধ্যমে বেকারত্ব দূর করতে বিসিক কাজ করছে বলে জানালেন সংস্থাটির মহাব্যবস্থাপক। রফিক মিয়া ২০১০ সালে মৌ-চাষের প্রশিক্ষণ নেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন থেকে। এরপর নিজেই শুরু করেন মৌমাছির চাষ। মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করলেও মধু বিক্রি করে বছরে এখন তার আয় ১৫ থেকে ২০ লাখ টাকা। রফিকের মতো আরও অনেকেই স্বাবলম্বী হয়েছেন মৌ-চাষ করে। শখের বশে শুরু করলেও মধু আহরণকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। সফল এই উদ্যোক্তাদের নিয়ে ৫ দিনব্যাপী মধুমেলার আয়োজন করেছে বিসিক। যেখানে সফলতার গল্প শোনানোর পাশাপাশি নানা প্রতিবন্ধকতার কথাও তুলে ধরলেন উদ্যোক্তারা। আর একই ছাদের নিচে বিভিন্ন রকমের খাঁটি মধুর সন্ধানেই মেলায় আসেন বলে জানায় দর্শনার্থীরা।
×