ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিনল্যান্ডের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৪:১৮, ১৮ মে ২০১৭

ফিনল্যান্ডের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফিনল্যান্ডের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, সিরামিক, চামড়াজাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দেশটির ব্যবসায়ীদের আরও বেশি পরিমাণে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত নিনা ভাসকুনলাথি‘র সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ রয়েছে। এ মহুর্তে দু’দেশের বানিজ্য খুব বেশি নয়। গত অর্থ বছরে বাংলাদেশ ফিনল্যান্ডে রফতানি করেছে ৩২.৭৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করা হয়েছে ৮৪.৬০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। ফিনল্যান্ড সরকার সহযোগিতা করলে বাংলাদেশের পণ্য রপ্তানি বৃদ্ধি করা সম্ভব। মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিদেশী বিনিয়োগের জন্য সরকার বিশেষ সুবিধা প্রদান করছে। এখানে শতভাগ বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে, প্রয়োজনে যে কোন সময় বিনিয়োগকারী শতভাগ বিনিয়োগের অর্থ এবং মুনাফা ফিরিয়ে নিতে পারবেন। উৎপাদিত পণ্য রফতানির ক্ষেত্রে একবার শুল্ক প্রদানের সুযোগ দেয়া হচ্ছে। দেশী আখের চিনি বিক্রয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আসন্ন পবিত্র রমজান মাসে চিনির বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে গত মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ঢাকার সদর দফতরে প্যাকেটজাত চিনি বিপণনে নিয়োজিত বিক্রয় প্রতিনিধিদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। একেএম দেলোয়ার হোসেন চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ঢাকা মহানগরী ও এর আশপাশের এলাকায় ভোক্তা সাধারণের হাতে হাতে প্যাকেটজাত স্বাস্থ্যসম্মত দেশী আখের চিনি পৌঁছে দেয়ার লক্ষ্যে বিতরণ কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, বর্তমানে ঢাকা মহানগরীর প্রায় সব এলাকার দোকান, সুপারশপ, চেইনশপ ও ডিপার্টমেন্টাল স্টোরে প্যাকেটজাত আখের চিনি পাওয়া যাচ্ছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন মানসম্মত চিনি বাজারজাত করে জনগণের স্বাস্থ্য সুনিশ্চিত করতে বদ্ধপরিকর বলে আশাবাদ ব্যক্ত করা হয়। -বিজ্ঞপ্তি
×