ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রেতাদের স্বস্তি

চট্টগ্রামের বাজারে মনিটরিং টিম

প্রকাশিত: ০৪:১৭, ১৮ মে ২০১৭

চট্টগ্রামের বাজারে মনিটরিং টিম

অর্থনৈতিক রিপোর্টার ॥ আসন্ন রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বাজারে মনিটরিং টিম পরিচালনা করছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার থেকে এই মনিটরিং টিম কার্যক্রম শুরু করে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে মনিটরিং টিমটি মঙ্গলবার রিয়াজউদ্দিন বাজার পরিদর্শন করে। বাজারে বিভিন্ন দোকানে গিয়ে তিনি প্রতিটি পণ্যের মূল্য তালিকা দেখতে না পেয়ে সকল দোকানদারকে পণ্যের মূল্য তালিকা দোকানের সামনে টাঙ্গানোর নির্দেশ দেন। পরবর্তীতে বাজারে এসে এই তালিকা না পেলে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান। বুধবার ২য় দিনে নগরীর কাজীর দেউরী বাজার পরিদর্শন করে মনিটরিং টিম। এ সময় বাজারে পণ্যের দামের পার্থক্য দেখে এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সৈয়দ মুরাদ আলী জানান, জেলা প্রশাসক আগেই বিভিন্ন বাজার কমিটি ও ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করে বিভিন্ন নির্দেশনা দিয়েছিল। সেটা সরেজমিন পরিদর্শন শুরু করলাম। আমরা টিম নিয়ে কাজীর দেউরী বাজারে এসেছি। এখানে বাজারের দামের সঙ্গে কিছু পণ্যের দাম বেশি নেয়া হচ্ছে। আমরা বাজারের প্রতিটা দোকানে মূল্য তালিকা দোকানের সামনে লাগানোর নির্দেশ দিয়েছি। পণ্যের দাম বেশি নিলে আমরা কঠোর অবস্থানে যাব বলে তাদের মৌখিক নির্দেশ দিয়ে এসেছি। সতর্কতার পরে নিয়ম না মানলে আমরা আইনানুগ পদক্ষেপ নেব। তিনি আরও বলেন, একই পণ্যের দাম দুই দোকানে দুই রকম হতে পারে না। দোকানদাররা অতিরিক্ত লাভের আশায় অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকেন। এই বিষয়ে আমরা সচেতন। আমরা বাজার দর জেনে তারপর ব্যবস্থা নিচ্ছি। নিয়মিত বাজার মনিটরিং বিষয়ে তিনি বলেন, মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই বাজার মনিটরিং, চলবে ঈদের আগ পর্যন্ত। বাজার তদারকি করার জন্য আমাদের অনেকগুলো টিম বাজারে নামছে। কোন সুযোগ কাজে লাগিয়ে তারা যেন দাম বাড়াতে না পারে। এজন্য জেলা প্রশাসন বাজার নিয়ন্ত্রণে কঠোর হতে নির্দেশ দিয়েছেন। কাজীর দেউরী বাজারে ক্রেতা শামীম রহমান বলেন, এই বাজারে গরুর মাংসের দুই দোকানে দামের পার্থক্য ৫০ টাকা। ম্যাজিস্ট্রেট জরিমানা করার পর আবার ন্যায্য দামে বিক্রি করছে। তাছাড়া সবজিসহ অন্যান্য পণ্যের দাম হঠাৎ একটু কমে গেছে দেখলাম। মনিটরিং আসলেই যেন দাম কমে। বাজারের দাম নিয়ন্ত্রণে মনিটরিং টিম পরিদর্শন করতে আসায় সকল ক্রেতাই সন্তুষ্ট। এ সময় কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরা জানান, পণ্যের দাম নিয়ন্ত্রণে আমরা সবসময় জেলা প্রশাসনসহ বিভিন্ন বাজার কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করছি। আমরা চাই সাধারণ ক্রেতারা যাতে ন্যায্য মূল্যে বাজার থেকে তাদের পণ্য কিনতে পারেন। গত ৪ মে চট্টগ্রামের সদ্য বিদায়ী জেলা প্রশাসক সামসুল আরেফিন রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে অতিরিক্ত মুনাফা না করার নির্দেশের পাশাপাশি বাজারে খুচরা চিনি ও ছোলার দামও নির্ধারণ করে দেন। এবং রমজানে যাতে ভোগ্যপণ্যসহ অন্যান্য পণ্যের দাম যাতে সহনীয় থাকে সে বিষয়ে ঈদের আগ পর্যন্ত বাজারে মনিটরিং টিমের নিয়মিত বাজার যাচাই পর্যালোচনা করার কথা বলেন। তবে ঘোষণার প্রায় ১২ দিন পর বাজারে মনিটরিং টিমের সদস্যরা কাজ শুরু করলেও সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি নেমেছে। প্রসঙ্গত, গতবছর রমজানের আগে এবং রমজানে চট্টগ্রামের ভোগ্যপণ্য, কাপড়, শপিং মলসহ অন্যান্য বাজারে জেলা প্রশাসনের মনিটারিং টিমের তদারকিতে পণ্যমূল্য বেশ সহনীয় ছিল।
×