ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদার তেরেসা সম্মাননা পেলেন শিল্পী সাবিরা সুলতানা

প্রকাশিত: ০৩:৫১, ১৮ মে ২০১৭

মাদার তেরেসা সম্মাননা পেলেন শিল্পী সাবিরা সুলতানা

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা সম্মাননায় ভূষিত হয়েছেন সাহিত্যিক ও নজরুল সঙ্গীতশিল্পী সাবিরা সুলতানা। সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্রে উদীয়মান বাংলাদেশের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করে উদীয়মান বাংলাদেশ সংগঠনের সভাপতি মোঃ আতিকুর রহমান খোকন। সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় শিল্পী সাবিরা সুলতানা বলেন এ ঘটনায় আমি অভিভূত। আমি কৃতজ্ঞতা জানাই উদীয়মান বাংলাদেশ সংগঠনকে। বিশেষ করে সংগঠনের সভাপতি মোঃ আতিকুর রহমান খোকন ভাইয়ের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। যে কোন পুরস্কারই আনন্দের। বিশেষ করে মাদার তেরেসার মতো মহান গুণী ব্যক্তিত্বের নামে সম্মাননা পাওয়ায় আমি যারপরনাই উচ্ছ্বসিত। এ পুরস্কার পাওয়ায় সঙ্গীত ও সাহিত্যচর্চার ক্ষেত্রে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। এই সম্মাননার গুরুভার কাঁধে নিয়ে সামনে আরও বেশি বেশি শুদ্ধ সংস্কৃতি চর্চায় নিজেকে নিয়োজিত রাখব। এ জন্য সবার কাছে দোয়া চাই। শিল্পী সাবিরা সুলতানা একজন নজরুল সঙ্গীতশিল্পী। এ ছাড়া তিনি হারানো দিনের গানও করে থাকেন। এ পর্যন্ত তার দুটি একক এ্যালবাম বাজারে এসেছে। এর মধ্যে ‘নীল পাহাড়ের মেয়ে’ ২০০৪ সালে ফাহিম মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়। আর ‘মেঘের দেশে ভেসে ভেসে’ চলতি বছরে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশিত হয়। দুটি এ্যালবামের গানগুলো শ্রোতাদের কাছে প্রশংসিত হয়। এ ছাড়া অতি সম্প্রতি ‘অনুপ্রাস’-এর তিন দশক পূর্তি উপলক্ষে রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে আয়োজিত একক সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী সাবিরা সুলতানা। শিল্পী সাবিরা সুলতানা বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শিল্পী। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীত পরিবেশন করে থাকেন। সঙ্গীতচর্চার পাশাপাশি সাহিত্যচর্চাও করেন সাবিরা সুলতানা। এ পর্যন্ত তার রচিত ১২টি ও ইংরেজীতে অনূদিত একটিসহ মোট ১৩টি গ্রন্থ প্রকাশ হয়েছে। এগুলো হলো কাব্যগ্রন্থ ‘আটলান্টিকের ওপার’, ‘রোদের দিকে’ ও ‘প্রকৃতি তোমার কাছে’, ভ্রমণ বৃত্তান্ত ‘হাইওয়ে ডটকম’, উপন্যাস ‘মিসেস কাদরি’ এবং বায়োগ্রাফি ‘তেরো বছর পর’, ‘হুমায়ূন আহমেদ ও তার নূহাশ পল্লী’, প্রবন্ধ ‘শেকড়ের সন্ধানে’, কমেডি রচনা ‘চিয়ার্স, অটোবায়োগ্রাফি ‘বাবাকে মনে পড়ে’, ‘কবিতার ছায়াপথ’, ‘গুমর ভর লিখতা রাহা’ এবং অনূদিত গ্রন্থ তারেক মাহমুুদের ‘ডোরা’ প্রভৃতি। সাবিরা সুলতানার জন্ম ময়মনসিংহের নানা বাড়িতে। তারপর ঢাকাতেই তার বেড়ে ওঠা। সঙ্গীত ও সাহিত্যচর্চার পাশাপাশি ডিজাইনও করেন। প্রকৃতি প্রেমিক সাবিরা সঙ্গীত চর্চায় নিয়তই হারিয়ে যান সবার মাঝে। দেশ ও দেশের মানুষের ভালবাসাকে সঙ্গী করে এগিয়ে যেতে চান বহুদূর। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×