ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খায়রুল আনাম-মাসুদা আনামের রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম

প্রকাশিত: ০৩:৫০, ১৮ মে ২০১৭

খায়রুল আনাম-মাসুদা আনামের রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ একই এ্যালবামে গাইলেন শিল্পী দম্পতি খায়রুল আনাম শাকিল ও মাসুদা আনাম কল্পনা। এবারই প্রথম একসঙ্গে রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম বের করলেন দেশের প্রখ্যাত এই দুই নজরুলসঙ্গীত শিল্পী। ‘একটুকু ছোঁয়া লাগে’ শিরোনামের এ এ্যালবামটি প্রকাশ হচ্ছে লেজার ভিশনের ব্যানারে। এ্যালবামের ১৪টি গানের ৬টিতে একক কণ্ঠ দিয়েছেন খায়রুল আনাম শাকিল এবং ৭টিতে মাসুদা আনাম কল্পনা। এছাড়া ‘তুমি রবে নীরবে’ গানটি তারা দ্বৈত কণ্ঠে গেয়েছেন। ধানম-ির ছায়ানট মিলনায়তনে ২০মে এ্যালবামটির প্রকাশনানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন কবি গোলাম মোস্তফার সহধর্মিণী সুস্মিতা ইসলাম। বিশেষ অতিথি থাকবেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, মানবাধিকার কর্মী সুলতানা কামাল ও সঙ্গীতশিল্পী ইফফাত আরা দেওয়ান। এ্যালবাম প্রসঙ্গে খায়রুল আনাম শাকিল বলেন, সুস্মিতা ইসলামের নাম অনেকেই জানেন। খালা আমাকে খুব স্নেহ করেন। কয়েক দশক আগে, আমি তখন বিলেতে পড়াশোনা করতে গেছি, তখন তিনিও বিলেতে ছিলেন। তখন থেকে আমার গান শুনছেন। তার শখ অবশ্যই এ্যালবাম প্রকাশের একটি বড় কারণ, তবে কল্পনা না হলে এই এ্যালবাম বোধ হয় বের হতো না। মাসুদা আনাম কল্পনা বলেন, খালা আমাদের দুজনকেই খুব স্নেহ করেন। শাকিলের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা খালার অনেক দিনের শখ। আমি ভাবলাম খালার এই কথাটা রাখতে পারলে খুব ভাল লাগবে। আমি শাকিলকে বললাম সেই কথা। শাকিলও ভেবেচিন্তে রাজি হয়ে গেল। জানা গেছে এ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন দুর্বাদল চট্টোপাধ্যায় ও অম্লান দত্ত।
×