ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাঈম-অর্পণার ‘জীবনের সাথে পথ চলা’

প্রকাশিত: ০৩:৫০, ১৮ মে ২০১৭

নাঈম-অর্পণার ‘জীবনের সাথে পথ চলা’

সংস্কৃতি ডেস্ক ॥ স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে আজ রাত ৮-১০ মিনিটে প্রচার হবে এফ এস নাঈম ও অর্পণা ঘোষ অভিনীত বিশেষ নাটক ‘জীবনের সাথে পথ চলা’। নাটকটি রচনা করেছেন আহসান হাবিব সকাল। পরিচালনায় রবিউল ইসলাম প্রধান। এফ এস নাঈম ও অর্পণা ঘোষ ছাড়া নাটকে আরও অভিনয় করেছেন প্রাণ সরোয়ার, ফারুক আহমেদ প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে পৃথা ও রাজ দু’জন দু’জনকে ভালবাসে। তারা সিদ্ধান্ত নেয় সকলের অগোচরে বিয়ে করে তাদের ভালবাসাকে অক্ষয় করে রাখবে। বিয়ের দিন বধূ বেশে কাজি অফিসে অপেক্ষা করে পৃথা। খবর আসে রাজ গাড়ি এ্যাকসিডেন্টে মারা গেছে। কিছু সময় অতিবাহিত হয়ে যায়। পৃথা জীবনে আসে পৃথার বড় ভাই পাভেলের বন্ধু মামুন। প্রথম দেখাতে মামুনের দৃষ্টি হরণ করে পৃথা। ভাইয়ের মাধ্যমে বিয়ের প্রস্তাব রাখে। কিন্তু মামুনের সঙ্গে একাকী কথা বলতে চাই পৃথা। মামুনের সঙ্গে পৃথার অতীত নিয়ে কথা বলে। মামুনের অতীত নিয়ে কোন মাথাব্যথা নেই। সে চলমান বর্তমানে বিশ্বাসী। বিয়ে হয়ে যায় পৃথা আর মামুনের। বছর শেষে পৃথার কোলজুড়ে আসে চাঁদের মতো ফুটফুটে সন্তান। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে পৃথা। জানতে পারে তার একটি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কিডনি নষ্ট নাম শোনা মাত্র বিছানাপত্র সবকিছু আলাদা করে ফেলে মামুন। একদিন পৃথার সরলতার সুযোগ নিয়ে পৃথা ব্যাংক ব্যালেন্স সবকিছু নিজের নামে করে নিয়ে আত্মগোপন করে মামুন। পৃথার জীবনে নেমে আসে কালো মেঘ। এর মাঝে পৃথা জীবনে ফিরে আসে রাজ। সে প্রায়শ্চিত করতে চায় সে। এভাবে না ঘটনার ভেতর দিয়ে এগিয়ে যায় একক নাটক ‘জীবন চলার পথে’।
×