ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মালিকপক্ষ প্রতিনিধির নাম পেলেই নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৬, ১৭ মে ২০১৭

মালিকপক্ষ প্রতিনিধির নাম পেলেই নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন॥ তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মালিকপক্ষ প্রতিনিধির নাম পাওয়া গেলেই সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি করবে সরকার। তিনি বলেন, বোর্ডের প্রধান হিসেবে বিচারপতি নিয়োগদান সম্পন্ন হয়েছে, সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারীদের প্রতিনিধিদের নামও পাওয়া গেছে। মালিকপক্ষ প্রতিনিধির নাম পাওয়া গেলেই প্রজ্ঞাপন জারি করবে সরকার। মন্ত্রী মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঢাকা সাব-এডিটর্স কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খবর বাসসর। কাউন্সিলের নবনির্বাচিত সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা এমপি, জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ। সভাশেষে কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।
×