ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে লাঙ্গলে ভোট দিতে মানুষ কেন্দ্রে আসবে ॥ এরশাদ

প্রকাশিত: ০৭:৫১, ১৭ মে ২০১৭

আগামী নির্বাচনে লাঙ্গলে ভোট দিতে মানুষ কেন্দ্রে আসবে ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে। প্রধানমন্ত্রী নিজেই সারাদেশে নৌকার জন্য ভোট চাইছেন। আগামী নির্বাচনে মানুষ লাঙ্গলে ভোট দেয়ার জন্য কেন্দ্রে আসবে, নৌকা ও ধানের শীষের জন্য নয়। কিন্তু আমরা ভোটকেন্দ্র প্রটেকশন দিতে পারব কি-না তা নিয়ে সংশয় আছে। মঙ্গলবার গুলশান ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাপা ঢাকা মহানগর উত্তরের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভিশন-২০৩০ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, একটি দল ভিশন দিয়েছে ২০৩০। এ নিয়ে রাজনৈতিক মহলে এখন নানা আলোচনা-সমালোচনা। কেউ এর পক্ষে অবস্থান নিয়েছে, কেউ বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, জাতীয় পার্টির ভিশন বর্তমান অবস্থার পরিবর্তন। প্রাদেশিক সরকার গঠন, সুশাসন প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত, সুষ্ঠু নির্বাচন পদ্ধতিÑ এটাই আমাদের ভিশন। আগামী নির্বাচনকে সামনে রেখে এসব বিষয় ভোটারদের কাছে তুলে ধরব। তাদের বোঝাব, আমাদের ভিশন তোমাদের ভাগ্য বদলে দিতে পারে। উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে পারে। নির্বাচনে ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক পদ্ধতিই পরিবর্তন করা হয়েছে। কোন পদ্ধতিই গ্রহণযোগ্য হচ্ছে না। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারিনি। তাই যে কোন মূল্যে নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। এছাড়া গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া যাবে না। দলের সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে এরশাদ বলেন, আমরা যদি আমাদের দুর্বলতার দিকগুলো কাটিয়ে উঠতে পারি তাহলে আমরাও শক্তিশালী হতে পারব। এজন্য আমাদের লক্ষ্য ঠিক করতে হবে। দলকে এগিয়ে নিতে হলে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার বিকল্প কিছু নেই বলেও মনে করেন সাবেক এ সেনাপ্রধান। এসএম ফয়সল চিশতির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। আরও বক্তব্য রাখেনÑ দলের প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, মেজর (অব) মোঃ খালেদ আখতার, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, নগর উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।
×