ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৭:৫১, ১৭ মে ২০১৭

আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

কোর্ট রিপোর্টার॥ রাজধানীর জুরাইনের কদমতলী থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ এবং তার গাড়িচালক হারুন হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদ-ের রায় দিয়েছে আদালত। মৃত্যুদ-প্রাপ্তরা হলো ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান খোকন (পলাতক), জাকির হোসেন ওরফে কালা জাকির, মোঃ জাভেদ ওরফে প্রিন্স, আরিফ হোসেন, মোঃ জুম্মন ও হীরা (পলাতক)। এছাড়া আসামি শরিফুল (পলাতক) ও আমির হোসেনের (পলাতক) যাবজ্জীবন কারাদ-ের রায় হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ জাহিদুল কবির এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছে। এরা হলো শাহ আলম প্রধানিয়া, শফিকুল আলম ওরফে সুমন, ইমন ওরফে কালু মিয়া (পলাতক), মিলন ওরফে মিলন মোড়ল (পলাতক)। মামলার বলা হয়, ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি দুপুরে কদমতলী থানার কমিশনার রোড মিষ্টি পট্টির কাছে কাকলী পাঠাগারের সামনের রাস্তায় মোহাম্মদ উল্লাহ এবং তার গাড়িচালক হারুনুর রশিদকে গুলি করা হয়।
×