ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় হকির সেমিফাইনাল আজ

প্রকাশিত: ০৬:২৫, ১৭ মে ২০১৭

জাতীয় হকির সেমিফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ এটিএন বাংলা গোল্ডকাপ জাতীয় হকিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী, ঢাকা জেলা ও ঢাকা শিক্ষা বোর্ড। গ্রুপ পর্বে নৌবাহিনী মেহেরপুর, নড়াইল ও গাজীপুরের বিপক্ষে জিতে ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে ওঠে। এরপর বিমানবাহিনীকে ৫-১ গোলে হারানোর পর সেমিফাইনাল লাইনআপ ম্যাচে সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে খ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়। সেমিতে নৌবাহিনীর বিপক্ষে খেলবে ক গ্রুপ রানার্স আপ হওয়া ঢাকা শিক্ষা বোর্ড। গ্রুপ পর্বে সেনাবাহিনী রংপুর, ঝিনাইদহ ও সিলেটকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে ওঠে। সেখানে বিকেএসপিকে সাডেন ডেথে ৭-৬ গোলে হারিয়ে সেমিফাইনাল লাইনআপ ম্যাচে নৌবাহিনীর কাছে ০-৩ গোলে হেরে খ গ্রুপ থেকে রানার্সআপ হয়। আজ তারা মোকাবেলা করবে ক গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ঢাকা জেলাকে। গ্রুপ পর্বে ঢাকা জেলা দিনাজপুর, রাজশাহী ও বরিশালকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে ওঠে। এরপর কোয়ার্টারে ময়মনসিংহ জেলাকে ১৬-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল লাইনআপ ম্যাচে ঢাকা শিক্ষা বোর্ডকে সাডেন ডেথে ৫-৪ গোলে হারিয়ে ক গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়। আজ তারা দুপুর ২টায় মোকাবেলা করবে খ গ্রুপ রানার্সআপ সেনাবাহিনীকে। ঢাকা শিক্ষা বোর্ড প্রথমেই চমক দেখায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরিদপুরকে হারিয়ে। এরপর চট্টগ্রাম ও নারায়ণগঞ্জকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে ওঠে। সেখানেও চমক দেখায় ৫-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে। সেমিফাইনাল লাইনআপ ম্যাচে ঢাকা জেলার কাছে সাডেন ডেথে ৪-৫ গোলে হেরে ক গ্রুপ রানার্সআপ হয়। আজ তারা বিকেল ৪টায় সেমিতে মোকাবেলা করবে খ গ্রুপ চ্যাম্পিয়ন নৌবাহিনীকে। আইটিএফ টেনিসে পাকিস্তান ও ভুটানকে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে শুরু হয়েছে আইটিএফ অনুর্ধ-১২ দলগত টেনিস প্রতিযোগিতা। মঙ্গলবারের খেলায় বাংলাদেশ বালক দল পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায়। এককের প্রথম ম্যাচে রুম্মন হোসেন জয়লাভ করে। দ্বিতীয় এককে মেহেদী হাসান আলভি হেরে গেলে ১-১ ম্যাচে পাকিস্তান খেলায় ফিরে আসে। পরবর্তীতে দ্বৈতে রুম্মন ও উৎস জুটি বাংলাদেশের ২-১ ম্যাচে জয় নিশ্চিত হয়। বালিকা এককের প্রথম খেলায় বাংলাদেশের সাদিয়া আফরিন ভুটানী প্রতিপক্ষকে হারালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় এককে মাসফিয়া আফরিন জিতলে বাংলাদেশ এগিয়ে যায় ২-০ ব্যবধানে। বালিকা দ্বৈতে সাদিয়া ও দ্বীপান্বিতা হেরে গেলেও বাংলাদেশ ২-১ ম্যাচে ভুটানের বিরুদ্ধে জয় তুলে নেয়। জিতে কোয়ার্টারের স্বপ্ন বাঁচিয়ে রাখলো মোহামেডান স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন ফেডারেশন কাপ’ ফুটবলে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও রাতের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড পিছিয়ে পড়েও দারুণ জয় তুলে নিয়েছে। ২-১ গোলে তারা হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। খেলার প্রথমার্ধ ছিল ১-১। এ জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখলো এই আসরের ১০ বারের চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী মোহামেডান। ২ খেলায় ১ জয় ও ১ হারে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। ১৩ মিনিটে মিডফিল্ডার রবিউল হাসানের গোলে এগিয়ে যায় আরামবাগ (১-০)। ৩৫ মিনিটে ফরোয়ার্ড তকলিস আহমেদের গোলে সমতায় ফেরে মোহামেডান (১-১)। ৬৬ মিনিটে নাইজিরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলের গোলে আবারও এগিয়ে যায় সাদা-কালোরা (২-১)।
×