ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, রবিবার ব্লুজ অধ্যায় শেষ হচ্ছে জন টেরির, চেলসি ৪-৩ ওয়াটফোর্ড

নাটকীয় জয়ে শিরোপা উৎসব চেলসির

প্রকাশিত: ০৬:২৫, ১৭ মে ২০১৭

নাটকীয় জয়ে শিরোপা উৎসব চেলসির

স্পোর্টস রিপোর্টার ॥ অপ্রতিরোধ্য চেলসি আগের ম্যাচেই শিরোপা নিশ্চিত করেছে। বাকি তিন ম্যাচ তাই আনুষ্ঠানিকতা ব্লুজদের জন্য। সোমবার রাতে তেমনি এক ম্যাচে ওয়াটফোর্ডের মুখোমুখি হয়েছিল এ্যান্টোনিও কন্টের দল। উত্তেজনাপূর্ণ ও নাটকীয় ম্যাচে ৪-৩ গোলে জিতেছে চেলসি। ম্যাচটি জিতে নিজেদের মাঠ লন্ডনের বিখ্যাত স্ট্যামফোর্ড ব্রিজে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস করেছে ব্লুজরা। এই ম্যাচে গোল করেছেন চেলসির হয়ে বিদায়ী মৌসুম খেলা জন টেরি। এবারের ইপিএলের শেষদিনে টেরি চেলসির হয়ে শেষবার মাঠে নামবেন। যে ম্যাচটা রবিবার সান্ডারল্যান্ডের বিরুদ্ধে খেলবে চেলসি। আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, মৌসুম শেষেই চেলসি ছাড়বেন অধিনায়ক টেরি। তার আগের ম্যাচে আবেগী ম্যাচে গোল করে জিতিয়েছেন দলকে, ফের শুনিয়েছেন বিদায়ের সুর। ব্লুজদের জার্সি গায়ে ২২ বছরের ক্যারিয়ারে পঞ্চম প্রিমিয়ার লীগ জিতেছেন তিনি। ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল করে চেলসির পথটা দেখিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। এই নিয়ে টানা ১৭টি মৌসুমে চেলসির হয়ে গোল করলেন তিনি। ম্যাচ শেষে টেরি জানিয়েছেন, সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেই ফুটবলকে বিদায় বলতে পারেন তিনি। গত সেপ্টেম্বরের পর এই প্রথম শুরুর একাদশে খেলেন টেরি। অবশ্য গোল করার দুই মিনিট পর তারই ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে ওয়াটফোর্ড। টেরি হেডে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফিরতি হেডে লক্ষ্যভেদ করেন ফরাসী মিডফিল্ডার এচিয়েন কাপু। ৩৬ মিনিটে চেলসিকে ফের এগিয়ে দেন স্পেনের মিডফিল্ডার সিজার আসপিলিকুয়েটা। বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান ওয়েস্টব্রুমের বিরুদ্ধে জয়সূচক গোল করা মিচি বাটসুয়াই। ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ার দুই মিনিট পর ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন ডাচ ডিফেন্ডার ডারিল ইয়ানমাট। ৭৪ মিনিটে অতিথিদের সমতায় ফেরান তিন মিনিট আগেই বদলি নামা ইতালির ফরোয়ার্ড স্টেফানো ওকাকা। এরপর ৮৮ মিনিটে ডি বক্সের কোণা থেকে জোরালো শটে চেলসির হয়ে জয়সূচক গোল করেন স্পেনের মিডফিল্ডার চেস ফেব্রিগাস। ফলে টানা পঞ্চম হারের হতাশায় মাঠ ছাড়ে ওয়াটফোর্ড। এই জয়ে চেলসির পয়েন্ট ৩৭ ম্যাচে ৯০। এক ম্যাচ কম খেলে দ্বিতীয়স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৮০। আর ৩৭ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
×