ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের দশম রাউন্ড শুরু আজ

রূপগঞ্জকে হারালেই সুপার লীগে খেলা নিশ্চিত আবাহনীর

প্রকাশিত: ০৬:২৪, ১৭ মে ২০১৭

রূপগঞ্জকে হারালেই সুপার লীগে খেলা নিশ্চিত আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আজ দুর্দান্ত একটি ম্যাচ রয়েছে। দশম রাউন্ড শুরু হচ্ছে আজ। এ রাউন্ডের প্রথমদিনে আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জ মুখোমুখি হবে। ম্যাচটি বিকেএসপি চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। ম্যাচটিতে জিতলেই সুপার লীগে খেলা নিশ্চিত করে নেবে আবাহনী। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবও এদিন সুপার লীগে খেলা নিশ্চিত করার পথে অনেকখানি এগিয়ে যেতে পারে। যদি তারা ফতুল্লায় খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে জিততে পারে। একইদিন বিকেএসপি তিন নম্বর মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাবও লড়াই করবে। পারটেক্স এখন পর্যন্ত এক ম্যাচে জিতলেও ভিক্টোরিয়া টানা নয় ম্যাচেই হেরেছে। দেখা যাক এবার ভিক্টোরিয়া জয়ের স্বাদ পায় কিনা। নাকি টানা দশম রাউন্ডেও হারের কষ্টের স্মৃতিই মিলে। দশম রাউন্ডের দ্বিতীয়দিনে বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়াচক্র। ম্যাচটি ফতুল্লায় অনুষ্ঠিত হবে। গাজী গ্রুপ সবার আগে সুপার লীগে খেলা নিশ্চিত করেছে। দলটি এখন শুধু পয়েন্ট ভা-ার মজবুত করেই চলেছে। টানা নয় ম্যাচে জিতেছে গাজী গ্রুপ। আজ জিতলে টানা ১০ ম্যাচে জিতবে। বিকেএসপি তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন এবং বিকেএসপি চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যে লড়াই হবে। মোহামেডান জিতলে সুপার লীগে খেলার সম্ভাবনা ভালভাবেই জাগিয়ে তুলবে। বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ও শেখ জামালের লড়াইয়ের দিকে সবার নজর থাকবে। প্রাইম ব্যাংক জিতলে সুপার লীগে খেলা নিশ্চিত করে ফেলবে। আর শেখ জামাল জিতলে সুপার লীগে খেলার আশা জিইয়ে রাখবে। এ মুহূর্তে সবদলেরই ৯টি করে ম্যাচ শেষ হয়েছে। গাজী গ্রুপ এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তারা সব ম্যাচ জয়ে ১৮ পয়েন্ট পেয়েছে। রানরেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে আবাহনী (১৪ পয়েন্ট)। এরপর এক এক করে তৃতীয় স্থানে প্রাইম ব্যাংক (১৪ পয়েন্ট), চতুর্থ স্থানে প্রাইম দোলেশ্বর (১২ পয়েন্ট), পঞ্চম স্থানে মোহামেডান (১২ পয়েন্ট), ষষ্ঠ স্থানে শেখ জামাল (১০ পয়েন্ট), সপ্তম স্থানে রূপগঞ্জ (১০ পয়েন্ট), অষ্টম স্থানে ব্রাদার্স (৬ পয়েন্ট), নবম স্থানে খেলাঘর (৬ পয়েন্ট), দশম স্থানে কলাবাগান (৪ পয়েন্ট), একাদশ স্থানে পারটেক্স (২ পয়েন্ট) ও দ্বাদশ স্থানে ভিক্টোরিয়া (০ পয়েন্ট) আছে। ব্রাদার্স, খেলাঘর, কলাবাগান, পারটেক্স ও ভিক্টোরিয়ার সুপার লীগে খেলার সব সম্ভাবনা শেষ। এ দলগুলোর মধ্যে শুধু রেলিগেশন লীগ থেকে বেঁচে আগামী মৌসুমে সরাসরি লীগে খেলার স্বপ্ন জিইয়ে রাখার সম্ভাবনা আছে। পয়েন্ট তালিকায় ওপরে থাকা দলগুলোর মধ্যে গাজী গ্রুপ সুপার লীগ নিশ্চিত। আবাহনী ও প্রাইম ব্যাংকও নিরাপদ জোনেই আছে। আবাহনী আজ জিতলেই সুপার লীগে খেলা নিশ্চিত হয়ে যাচ্ছে।
×