ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:২৪, ১৭ মে ২০১৭

নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন বাংলাদেশ সফরে অস্টেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট দেশটির ক্রিকেট দলের এন্টি করাপশন ও সিকিউরিটি ম্যানেজার সিন ক্যারল। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সঙ্গে সাক্ষাত শেষে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ে আইজিপির সঙ্গে সকালে পুলিশ সদর দফতরে কথা বলেন সিন ক্যারল। সাক্ষাতে ক্রিকেট দলের নিরাপত্তার পরিকল্পনা জানানো হয় সিন ক্যারলকে। পরিকল্পনা শুনে সিন ক্যারল সন্তোষ প্রকাশ করেন। তিনি পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশনস) ব্যারিস্টার মাহবুবুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন। সিন ক্যারল ৩ দিনের বাংলাদেশ সফরে রয়েছেন। সাক্ষাতকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখতে সোমবার রাতে ঢাকায় এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা পরামর্শক সিন ক্যারল। ক্যারল ও পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সিরিজ নিয়ে আশাবাদের কথাই শুনিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে ৈ বৈঠকে অংশ নেন ক্যারল। আজ প্রথম টেস্টের ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করার সম্ভাবনা রয়েছে তার। বুধবারই গোয়েন্দা সংস্থা ও র‌্যাবের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার দেশে ফিরে যাবেন তিনি। গত বছর ইংল্যান্ড দলকে চার স্তরের নিরাপত্তা দেয়া হয়েছিল। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শককে আশ্বস্ত করে বলেছেন, চাইলে ইংল্যান্ডের চেয়েও বেশি নিরাপত্তা দেয়া হবে অস্ট্রেলিয়া দলকে। তবে বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই বলে জানান ক্যারল। সাংবাদিকদের সিএ’র নিরাপত্তা পরামর্শক বলেছেন, ‘আগামী আগস্টে টেস্ট সিরিজ যেন সফলভাবে হতে পারে সেজন্য আমরা কাজ করছি। অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছি। ইংল্যান্ড দলকে যে ধরনের নিরাপত্তা দেয়া হয়েছিল, সেটা দেখে আমি সন্তুষ্ট। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখে নিশ্চিন্ত হতেই আমি এসেছি।’
×