ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদ-কলকাতা ‘এলিমিনেটর’ ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:২৪, ১৭ মে ২০১৭

হায়দরাবাদ-কলকাতা ‘এলিমিনেটর’ ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইটরাইডার্স ‘এলিমিনেটর’ ম্যাচ আজ। লীগপর্বে ১৪ খেলায় ৮ জয় ও পরিত্যক্ত ১ ম্যাচের পয়েন্ট (১৭) ভাগাভাগি করে তৃতীয় স্থানে থেকে শেষ চারে উঠে আসে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ। অন্যদিকে ৬ হারের বিপরীতে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে ‘কোয়ালিফাইং’ রাউন্ডে গৌতম গাম্ভীরের কলকাতা। হারলেই বিদায় এমন কঠিন ম্যাচে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন হায়দরাবাদের জন্য দুশ্চিন্তা ইনজুরিতে পড়েছেন পেসার আশীষ নেহরা ও ফিটনেস সমস্যায় ভুগছেন তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংও। আজকের ম্যাচের জয়ী দল শুক্রবার ‘কোয়ালিফায়ার-২’এ মঙ্গলবারের ‘কোয়ালি-ফায়ার-১’ এ হেরে যাওয়া দলের বিপক্ষে লড়বে। সেখানে জিতলেই দ্বিতীয় দল হিসেবে মিলবে ফাইনালের টিকেট। লীগপর্বে মুখোমুখি প্রথম দেখায় ১৭ রানে জিতেছিল গৌতম গাম্ভীরের কলকাতা, আর দ্বিতীয়টিতে তারা হেরেছিল ৪৮ রানে। বেঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে আজকের ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। পুনের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভার করতে এসে হ্যামিস্ট্রিংয়ে চোট পান ৩৬ বছর বয়সী নেহরা। গত বছর থেকেই এই চোট তাকে বেশ কয়েকবার মাঠের বাইরে ছিটকে দেয়। মোহাম্মদ নবী গুরুতর কোন চোটে না পড়লেও তার ফিটনেস নিয়ে প্রশ্ন থাকায় তাকেও পরীক্ষায় বসতে হয়েছে। আর গুজরাটের বিপক্ষে সর্বশেষ ম্যাচে আঙ্গুলে চোট পান যুবরাজ। ৮ মে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে একই জায়গায় আবারও চোট পান তিনি। কোচ টম মুডি বলেন, ‘এই ম্যাচে নেহরাকে পাওয়া যাচ্ছে না। এই মৌসুমের আইপিএল তার জন্য শেষ বলা যায়। যুবরাজকে ফিটনেস প্রমাণ দিতে হবে। দলে তাকে খুব বেশি দরকার। এই স্টেজে তার মতো সিনিয়র ক্রিকেটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাকে পেতে আমরা সবরকম চেষ্টাই করব। সিনিয়র আর যারা থাকবে তাদের সর্বোচ্চটা দিতে হবে।’
×