ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোম মাস্টার্সে জয় দিয়ে শুরু রুশ তারকার

সেমিতে উঠলেই আরও খেলার সুযোগ পাবেন শারাপোভা

প্রকাশিত: ০৬:২০, ১৭ মে ২০১৭

সেমিতে উঠলেই আরও খেলার সুযোগ পাবেন শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ স্টুটগার্ট ওপেন দিয়ে নতুন করে শুরু। সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন ঠিকই কিন্তু বড় টুর্নামেন্টগুলোয় খেলার জন্য ওয়াইল্ড কার্ডই একমাত্র ভরসা। কারণ র‌্যাঙ্কিংয়ে তেমন উন্নতি হয়নি। মাদ্রিদ ওপেনে ভাল কিছু করতে পারলে হয়তো র‌্যাঙ্কিংয়ে আরেকটু এগিয়ে আসতে পারতেন। তবে দ্বিতীয়পর্ব থেকেই বিদায় নেন মারিয়া শারাপোভা। এই রাশিয়ান সুন্দরী এবার রোম মাস্টার্সেও দারুণ শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনা ম্যাকহেলকে সরাসরি ৬-৪, ৬-২ সেটে হারিয়ে উঠে গেছেন দ্বিতীয়পর্বে। এ জয়ে মর্যাদার গ্র্যান্ডসøাম আসর উইম্বলডনের কোয়ালিফাইং খেলা নিশ্চিত হয়েছে তার। তবে এ টুর্নামেন্টে আরও বড় সাফল্য তারজন্য পরবর্তী সময়ে অনেকগুলো আসরে খেলার দরজা উন্মুক্ত করবে। বিশেষ করে সেমিফাইনালে উঠতে পারলেই তিনি উইম্বলডনের মূল ড্র’তে জায়গা পেয়ে যাবেন। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত টেনিস তারকা সাবেক বিশ্বসেরা শারাপোভা। নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম গ্রহণের জন্য ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে স্টুটগার্ট ওপেন দিয়ে বেশ ভালভাবেই শুরু করেছিলেন তিনি। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেছিলেন। মাদ্রিদ ওপেনেও একইভাবে সুযোগ পেয়েছিলেন। এবার ওয়াইল্ড কার্ড নিয়ে খেলছেন রোম মাস্টার্সেও। র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ২১১ নম্বরে আছেন তিনি। তবে প্রথমপর্বে ম্যাকহেলকে সহজেই হারিয়ে দিয়েছেন। এ জয়ের কারণে নিশ্চিতভাবেই মাশা বিশ্বের সেরা ২০০ টেনিস তারকার তালিকায় উঠে আসছেন। আগামী মাসে উইম্বলডনের কোয়ালিফাইং খেলা নিশ্চিত করে ফেলেছেন এর মাধ্যমে। এ বিষয়ে শারাপোভা বলেন, ‘ওহ, সত্যি নাকি? দেখুন, আমার ধারণা আপনারা মনে করেন যে আমি এ বিষয়গুলো জানি। কিন্তু আমি আসলে প্রতিটি সপ্তাহ নিয়ে ভাবছি এবং প্রতিটি ম্যাচ আমার কাছে এখন অনেক গুরুত্বের। আসল ব্যাপার হচ্ছে আমি ফিরেছি এবং টানা তৃতীয় সপ্তাহের জন্য খেলছি। টানা তিন ইভেন্টে অংশ নেয়া আমার জন্য অনেক বড় বিষয়। এ কারণে আমার মনোযোগ পুরোপুরিই এদিকে।’ উল্লেখ্য, উইম্বলডনের তিন রাউন্ডের কোয়ালিফাইং ২৬ থেকে ২৯ জুন ইংল্যান্ডের রোয়েহ্যাম্পটনের ইংল্যান্ড স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এবার উইম্বলডনের কোয়ালিফাইং রাউন্ডের গুরুত্ব বুঝে প্রথমবারের মতো টিকেট ব্যবস্থা করা হয়েছে। প্রতি টিকেট কিনতে হবে ৫ পাউন্ড দিয়ে এবং ম্যাচগুলোর ভিডিও ফুটেজও নেয়া হবে। দ্বিতীয়পর্বে শারাপোভার প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার ১৬তম র‌্যাঙ্কিংধারী মিরজানা লুসিচ-বারোনি। এই ক্রোয়াটকে মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ডে হারিয়েছিলেন শারাপোভা। এবার জিতলে রোমের তৃতীয় রাউন্ডেই বর্তমান বিশ্বের এক নম্বর জার্মানির এ্যাঞ্জেলিক কারবারের সঙ্গে সাক্ষাত হয়ে যাবে মাশার। তাই সেমিতে ওঠা বেশ দুরূহই হবে শারাপোভার জন্য। লুসিচ বারোনি প্রথম রাউন্ডে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে হারিয়েছেন ৭-৫, ৪-৬ ও ৬-৩ সেটে। জার্মানির উঠতি তারকা লরা সিগমুন্ড ৬-২, ৬-৪ সেটে জাপানের নাওমি ওসাকা, চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভা ৫-৭, ৬-৩ ও ৭-৬ (৮-৬) সেটে চীনের ঝ্যাং শুয়াই, কাজাখস্তানের জুলিয়া পুটিন্টসেভা ৬-২, ৭-৫ সেটে পুয়ের্টোরিকোর বিস্ময় তারকা মোনিকা পুইগকে হারিয়ে দিয়েছেন। ১৪ নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভার বিরুদ্ধে ম্যাচের মাঝপথে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন রাশিয়ার দারিয়া কাসাতকিনা। এর আগে পর্যন্ত বেশ ভাল অবস্থানেই ছিলেন তিনি। ৬-৪ গেমে প্রথমটি জেতার পর দ্বিতীয় সেটে অবশ্য ৪-৩ গেমে পিছিয়ে ছিলেন। কিন্তু সুবিধাটা পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন স্ট্রাইকোভা।
×