ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিউটি পারভীন

অপ্রতিরোধ্য টম্পসন

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ মে ২০১৭

অপ্রতিরোধ্য টম্পসন

এগিয়ে আসছে আরেকটি বড় মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। আগেস্ট অনুষ্ঠিত হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপস। ২০১২ অলিম্পিকের আয়োজক লন্ডন শহর এই বড় আয়োজনের স্বাগিতক। গত বছর রিও ডি জেনিরোয় অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার পর এটিই হতে যাচ্ছে বিশ্বের সেরা এ্যাথলেটদের আরেকটি প্রতিযোগিতার মঞ্চ। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট। আর সেখানে মূল দৃষ্টিটা থাকবে সর্বকালের সবচেয়ে গতিধর মানব উসাইন বোল্টের দিকে। জ্যামাইকান এ গতি ‘বিদ্যুত’ এই বিশ্ব আসরের পরই অবসরে যাবেন। স্প্রিন্ট ইভেন্টের আকর্ষণ, আবেদনটাই ক্ষতিগ্রস্ত হবে বোল্ট না থাকলে- এমনটাই মনে করছেন সবাই। কিন্তু আরেক জ্যামাইকান সেটি হতে দিচ্ছেন না। মহিলা স্প্রিন্টার এলেইন টম্পসন একের পর এক রেস জিতে সবার দৃষ্টি কাড়ছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন স্প্রিন্ট ইভেন্টের উত্তেজনা, আবেদন এবং আকর্ষণ কোনভাবেই কমবে না। গত অলিম্পিকে ডাবলজয়ী এ স্প্রিন্টার বিশ্ব আসরের আগে ডায়মন্ড লীগে ঝড় তুলেছেন। হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। বর্তমানে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে যার নাম বারবারই আসছে সেই ডাচ গতি মানবী ড্যাফনে শিপার্সের নাম। কিন্তু অলিম্পিকেও এলেইনের সঙ্গে পেরে ওঠেননি এবং চলমান ডায়মন্ড লীগ মিটেও পেরে উঠছেন তিনি। চারদিকে শুধু এলেইনের জয়জয়কার। এলেইন টম্পসনের জয়রথ চলছেই। গত অলিম্পিক থেকে একটানা অপ্রতিরোধ্যভাবে সবার আগে সব রেস শেষ করছেন। এবার আরেকটি ডায়মন্ড লীগে জয় তুলে নিয়েছেন জ্যামাইকান এ গতি মানবী। বর্তমান বিশ্বের দ্রুততম এ স্প্রিন্টার এবার সাংহাই ডায়মন্ড লীগের ১০০ মিটারে মৌসুমের সেরা টাইমিং গড়েছেন। আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপস আসরে তিনিই যে অন্যতম ফেবারিট তো নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। একের পর এক সেটার প্রমাণ ট্র্যাকে নেমেই দিয়ে দিচ্ছেন এলেইন। গত বছর রিও ডি জেনিরো অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে জয় তুলে নিয়েছিলেন এলেইন। এরপর টানা জয়ের মধ্যেই আছেন। নতুন মৌসুমের ডায়মন্ড লীগ শুরু হয়েছিল গত সপ্তাহে কাতারের দোহায়। সেখানে অবশ্য ২০০ মিটারে লড়েছিলেন এলেইন। গড়েছিলেন মৌসুমের দ্রুততম টাইমিং। সে কারণে এবার সাংহাইয়ে তার দিকে সবার দৃষ্টি ছিল- ১০০ মিটারে কি করেন গতি সম্রাজ্ঞী সেদিকে মনোযোগী ছিলেন ট্র্যাক এ্যান্ড ফিল্ডের ভক্ত-সমর্থকরা। জিতেছেন প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি এগিয়ে থেকেই। তিনি ১০.৭৮ সেকেন্ড টাইমিং নিয়ে পেছনে ফেলেন যুক্তরাষ্ট্রের টোরি বাউয়িকে। এ মার্কিন তরুণী দ্বিতীয় হওয়ার পথে সময় নিয়েছেন ১১.০৪ সেকেন্ড। গত অলিম্পিকেও বাউয়ি রৌপ্য জিতেছিলেন এলেইনের কাছে হেরে। জয়ের পর এ জ্যামাইকান তারকা বলেন,‘আমি বেশ ভাল অনুভব করছি। আমি প্রতিটি রেস অনুসারে এগোতে চাই, অনেক আগে থেকে কোন বিষয় নিয়ে ভাবতে চাইনা। সবকিছুই আমার মৌসুমের বাকি সময়টার জন্য নিজেকে প্রস্তুত করার সঙ্গে সংশ্লিষ্ট। আর অবশ্যই বিশ্ব আসরের জন্যও প্রস্তুত হতে চাই। ২৪ বছর বয়সী এলেইন বিরল কৃতিত্ব দেখান রিও অলিম্পিকে ডাবল জেতার কৃতিত্ব দেখিয়ে। একই অলিম্পিকে মহিলাদের মধ্যে তিনিই দ্বিতীয় স্প্রিন্টার যে একই সঙ্গে ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ জয় করতে সক্ষম হন। ১৯৮৮ সালে গ্রিফিথ জয়নার এই কৃতিত্ব দেখিয়েছিলেন। তবে এখন পর্যন্ত বিশ্ব আসরে ব্যক্তিগত কোন ইভেন্টে স্বর্ণ জেতা হয়নি এলেইনের। এবার সেটা করতে চান এ জ্যামাইকান। নতুন বছরের মৌসুমের শুরু থেকেই বেশ দুর্দান্তভাবে এগিয়ে চলেছেন। দোহা মৌসুমের প্রথম ডায়মন্ড লীগে ২০০ মিটার স্প্রিন্টে তিনি ২২.১৯ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন। অথচ রিও অলিম্পিকে এর চেয়ে অর্ধ সেকেন্ড বেশি সময় নিয়েছিলেন তিনি। ক্রমেই যেন গতি আরও ক্ষিপ্র হচ্ছে এলেইনের। আর এতে করে প্রতিপক্ষরাও হচ্ছেন শঙ্কিত। যদিও ২০০ মিটারে এলেইনের কঠিন প্রতিপক্ষ শিপার্স তেমন চিন্তিত হচ্ছেন না পরাজয়ে। রিও ডি জেনিরোয় অনুষ্ঠিত গত অলিম্পিকের স্প্রিন্টে সবার দৃষ্টি ছিল শিপার্সের দিকে। মাত্র কয়েক বছর আগে হেপ্টাথলন থেকে স্প্রিন্টে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টায় শুরু করা এ ডাচ তরুণী সাড়া ফেলে দেন দুর্দান্ত কিছু নৈপুণ্য দেখিয়ে। তিনিই ফেবারিট ছিলেন রিও অলিম্পিকে মহিলাদের ১০০ ও ২০০ মিটারে। কিন্তু মূল লড়াইয়ে তাকে হতাশ করেন জ্যামাইকার গতি মানবী টম্পসন। কোন লড়াইয়েই তার সঙ্গে পেরে উঠছেন না শিপার্স। এবার নতুন মৌসুমের শুরুতেই তাকে আবার হতাশ করেছেন টম্পসন। দোহায় অনুষ্ঠিত ডায়মন্ড লীগের প্রথম মিটে মহিলাদের ২০০ মিটারে ছিল টানটান উত্তেজনা। তবে টম্পসন ২২.১৯ সেকেন্ড টাইমিংয়ে জিতে গেলেন। রিও-তে যে টাইমিং নিয়ে জিতেছিলেন তারচেয়ে এটি আধা সেকেন্ড বেশি। কিন্তু জয়ের পর সন্তুষ্টি প্রকাশ করেন টম্পসন,‘মৌসুমের প্রথম টাইমিং হিসেবে এটা দারুণ।’ রিও অলিম্পিকের পর আবার ২০০ মিটারে টম্পসনের কাছে হারের পর শিপার্স বলেন,‘গত বছর আমি সবগুলো রেসেই জিতেছিলাম, কিন্তু সে জিতেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ রেস। আমিও সেইভাবে এ বছর তেমন কিছু করার প্রত্যাশায় আছি।’ আগস্টে লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপস অনুষ্ঠিত হবে। সেদিকেই ইঙ্গিত করেছেন শিপার্স। আসল লড়াইয়ে নামার পর তবে কি এলেইনকে চমকে দেবেন এ ডাচ গতি মানবী? তবে অলিম্পিকের সাফল্য বিশ্ব আসরেও রাখতে প্রত্যয়ী এলেইন। বিশ্ব আসরে আগে কোন সাফল্য নেই, এবার দুটি জয়ের মধ্যে দিয়ে নিজেকে সেরা প্রমাণ করতে চান তিনি। কিন্তু তার কোচই নির্ধারণ করবেন কিভাবে সেটা সম্ভব হয়ে উঠবে। এমনটাই জানিয়েছেন এলেইন। তিনি বলেন, ‘সবকিছুই আমার কোচের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমি ডাবলের জন্যই প্রস্তুত হব কিনা সেটা তিনিই জানাবেন। কারণ নতুন মৌসুমের শুরু হয়েছে সবে মাত্র।’ ২০১৫ সালের বিশ্ব আসরে এলেইন ২০০ মিটারে রৌপ্য জিতেছিলেন। কিন্তু ১০০ মিটারে অংশগ্রহণই করেননি। এরপরও অলিম্পিকে ডাবল জিতে সবাইকে চমকে দিয়েছেন। বোল্টের দেশের মহিলা গতি সম্রাজ্ঞী এলেইনের দারুণ সময় যাচ্ছে। সেটা ধরে রাখতে পারলে এবার বিশ্ব আসরেও উভয় ইভেন্টের সেরা হিসেবেই শেষ করতে পারবেন তা বলা যেতেই পারে।
×