ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভবিষ্যত তারকাদের প্রদর্শনী অনুর্ধ-১৭ বিশ্বকাপ

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ মে ২০১৭

ভবিষ্যত তারকাদের প্রদর্শনী অনুর্ধ-১৭ বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ফুটবল জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন চার্লস পুয়োল। কিন্তু বয়সভিত্তিক পর্যায়ের কোন বিশ্বকাপ টুর্নামেন্টে খেলা হয়নি এ বিশ্বখ্যাত তারকার। আগামী ৬ অক্টোবর শুরু হবে অনুর্ধ-১৭ বিশ্বকাপ ফুটবল। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। তরুণদের এ বিশ্বকাপ আসরটির টিকেট বিক্রি শুরু হবে ১৬ মে ভারতে। আর সে উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘মিশন একাদশ মিলিয়ন’ সেখানেও অংশ নেবেন পুয়োল। এ কারণে দিল্লী ও মুম্বাই সফর করবেন এ স্প্যানিশ তারকা। অনুর্ধ-১৭ বিশ্বকাপ নিয়ে সাবেক এ ডিফেন্ডার এক সাক্ষাতকারে সম্প্রতি বলেছেন ভবিষ্যত তারকাদের জন্য বড় এক প্ল্যাটফর্ম এ আসর। প্রশ্ন ॥ এই প্রথম ভারত সফর করতে যাচ্ছেন? পুয়োল ॥ হ্যাঁ এবং আমি এটা নিয়ে খুবই উত্তেজিত। পুরো দেশটি ঘুরে দেখার জন্য এবং লোকজনের সঙ্গে কথা বলার জন্য আমি খুবই আগ্রহী। আমি ভারতের কৃষ্টি, সংস্কৃতি, খাদ্য এবং অবশ্য যেখাবে দেশটিতে ফুটবল উন্নতি ঘটছে সেটার প্রতি খুবই আকৃষ্ট। আর এটাই আমার সেখানে যাওয়ার অন্যতম কারণ। প্রশ্ন ॥ অস্বস্তিতে থাকা ভক্তদের টিকেট কেনানোর ক্ষেত্রে আপনার বক্তব্য কি থাকবে? পুয়োল ॥ আমি তাদের বলতে পারব যে টেলিভিশনে একটি খেলা দেখার চেয়ে মাঠে বসে সরাসরি একটি ম্যাচ দেখা সম্পূর্ণ ভিন্ন স্বাদের। যে কোন খেলার আবেদন, এর মধ্যে থাকা তীব্রতা ও শক্তির ব্যাপারগুলো অবলোকনের ক্ষেত্রে আসল অনুভূতিটা কাজ করে। আর এ ধরনের টুর্নামেন্টে ভবিষ্যতের মহাতারকাদের আগেভাগে দেখার দারুণ সুযোগ থাকে। আমি নিশ্চিত যারা এখানে যাবে তারা অবশ্যই অনেকদিন মনে রাখবে এবং এই খেলার প্রতি আসক্তি জন্ম নেবে। প্রশ্ন ॥ ভারতীয় শিশুদের মাঝে ফুটবল ছড়িয়ে দেয়ার জন্য যে উৎসবের আয়োজন হতে যাচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? পুয়োল ॥ ক্রীড়া বিষয়ক ব্যক্তিবর্গের সঙ্গে থেকে অনেকগুলো মুহূর্ত পার করার মূল্যটা জীবনের পরবর্তী সময়গুলোতে অনেক বড় ব্যাপার হয়ে থাকবে। শিশুদের জন্য এটা দারুণ এক সুযোগ অনুভূতিটা বুঝে ওঠার। কিভাবে কঠোর পরিশ্রম করে বড় হতে হয় এবং দলগতভাবে একই লক্ষ্যে সফলকাম হতে হয় সেটার শিক্ষা পাবে তারা। শিশুদের মধ্যে এই মনোভাবটাও তৈরি হবে হারলে কিভাবে সতীর্থদের সঙ্গে অনুপ্রেরণামূলক আচরণ করতে হবে এবং জিতলে কিভাবে উদারতা দেখাতে হবে প্রতিপক্ষের প্রতি। এগুলো জীবনমুখী শিক্ষা যেটা ক্রীড়ার মধ্যে দিয়ে অর্জন করা সম্ভব। প্রশ্ন ॥ দীর্ঘ একটি ক্যারিয়ার ছিল আপনার। কিন্তু বয়সভিত্তিক কোন বিশ্বকাপ খেলেননি। সতীর্থ যারা খেলেছেন তাদের দেখে কোন আক্ষেপ কাজ করে? পুয়োল ॥ আমি ফুটবলকে কিছুটা দেরিতে গ্রহণ করেছিলাম। এমনকি অনুর্ধ-১৭ বিশ্বকাপ খেলব এমন কোন চিন্তাও কাজ করেনি। আসলে প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলাম অনুর্ধ-২১ দলের হয়ে। কিন্তু অন্যদের দেখে আমার বিন্দুমাত্র আক্ষেপ হয় না। উল্টো আমার মধ্যে সবসময় একটি অনুপ্রেরণা কাজ করতো কঠোর পরিশ্রম করে ওই অভিজ্ঞতা অর্জনকারীদের কাছাকাছি পৌঁছানোর। প্রশ্ন ॥ এ ধরনের ইভেন্টে অংশ নেয়া যে কোন খেলোয়াড়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ? পুয়োল ॥ খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সভিত্তিক পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ খুবই ভাল। এটা ক্যারিয়ারের পেশাদার পর্যায়ে যাওয়ার জন্য যে কাউকে প্রস্তুত করতে পারে। কিন্তু যারা অংশ নেয়ার সৌভাগ্যটা অর্জন করে না তাদের সেখানেই সবকিছু শেষ হয়ে যায় না এবং এটাই সব নয়। আমি কখনও অনুর্ধ-১৭ বা এর নিচের কোন বয়সভিত্তিক গ্রুপে খেলিনি যে গর্ব করতে পারি।
×