ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীকে কান ধরে ক্যাম্পাস প্রদক্ষিণ ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ মে ২০১৭

শিক্ষার্থীকে কান ধরে ক্যাম্পাস প্রদক্ষিণ ॥ সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে মেরিন ইনস্টিটিউটে খাবার পানির সঙ্কট- এমন কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে রাকিব খান নামের এক ছাত্রকে প্রিন্সিপাল সিরাজুল ইসলামের নির্দেশে কান ধরে ক্যাম্পাস প্রদক্ষিণ ও রুমে রুমে গিয়ে ক্ষমা চাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটলে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রিন্সিপাল সিরাজুল ইসলামের শাস্তির দাবি জানিয়ে বিকেল ৪টার দিকে সদর উপজেলার দড়াটানা ব্রিজের কাছে বৈটপুর এলাকায় অবস্থিত মেরিন ইনস্টিটিউটের সামনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সম্প্রতি ক্যাম্পাসে খাবার পানির তীব্র সঙ্কট দেখা দেয়। বিষয়টি নিয়ে রাকিব ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে প্রিন্সিপাল সিরাজুল ইসলাম জানতে পারেন। পরের দিন দুপুরে প্রিন্সিপাল ক্লাসরুমে এসে রাকিব অপরাধ করেছে এ মর্মে স্বীকারোক্তি নিয়ে তাকে কানে ধরিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করান এবং প্রতিটি রুমে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেন। এ সময় রাকিবের মা বিষয়টি নিয়ে প্রিন্সিপাল সিরাজুল ইসলামের কাছে ক্ষমা চাইলে প্রিন্সিপাল তার সঙ্গেও খারাপ আচরণ করেন। শুধু তাই নয়, ক্যাম্পাসের নিম্নমানের খাবার খেতে বাধ্য করেন। আলোকিত হলো নওগাঁর ৩ গ্রাম নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ মে ॥ মঙ্গলবার পতœীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের ৩টি গ্রাম বিদ্যুতের আলোতে আলোকিত হলো। ওই ইউপির খামারপাড়ায় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে গ্রাম তিনটি আলোকিত করেন। বিদ্যুতায়িত তিনটি গ্রাম হলো আমাইড়ের খামাড়পাড়া ১৫৮, আমাইড়ের গঙ্কাহার ১৫৪ এবং আমাইড়ের সুবলডাঙ্গায় ১৩৭ মিটার। সর্বমোট ৪৪৯ টি ঘরে নতুন মিটারের মাধ্যমে এই সংযোগ দেয়া হয়। বাল্যবিয়ে রোধে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৬ মে ॥ জীবন একটাই তাকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুনÑ এই সেøাগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে বাল্যবিয়ে ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা আলোর ঠিকানা ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধন ও র‌্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তরা বাল্যবিয়ের বিরুদ্ধে ও মাদককে না বলার আহ্বান জানান।
×