ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় শ্রমিক লীগের কমিটি নিয়ে ধাওয়া পাল্টাধাওয়া

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ মে ২০১৭

গাইবান্ধায় শ্রমিক লীগের কমিটি নিয়ে ধাওয়া পাল্টাধাওয়া

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ মে ॥ গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে মঙ্গলবার জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সম্মেলনস্থলে ধাওয়া-পাল্টাধাওয়া, চেয়ার ভাংচুরসহ চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং প্রেসক্লাবে এসে অবৈধ কমিটিকে বাতিলের দাবি জানান। অবিলম্বে দাবি আদায় না হলে জেলার জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা লাগাতার আন্দোলন শুরু করবে বলে আল্টিমেটাম দেয়া হয়। এ সময় বক্তব্য রাখেনÑ জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান হাঁসু, জামিনুর রহমান জামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা জেলা কমিটির হায়দার-হাঁসু, মোহাম্মদ আলী-জামিনুর ও সুধাংশু কুমার-খায়রুল ইসলাম এই ৩টি প্যানেল উত্থাপিত হয়। শ্রমিকদের পক্ষ থেকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানানো হলেও হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন সম্মেলনস্থান ত্যাগ করার পরেই নির্বাচন না করেই পূর্বের সভাপতি খায়রুল ও সাধারণ সম্পাদক সুধাংশু কুমার রায়কে বহাল রেখেই নতুন কমিটি ঘোষণা দেয়া হয়। লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ- নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৬ মে ॥ লক্ষ্মীপুরে দুই লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-াদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে দ-প্রাপ্ত আসামির বিরুদ্ধে এক লাখ টাকার জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী দ-প্রাপ্ত আসামির বিরুদ্ধে এ রায় দেন। মামলায় নিজ শিশু সন্তানসহ ১০ সাক্ষীর সাক্ষ্য গ্রহণে দোষী সাব্যস্ত করে আসামি ঘাতক স্বামীর বিরুদ্ধে এ রায় দেন আদালতের বিচারক। মৃত্যু-প্রাপ্ত আসামির পিতার নাম মৃত সুলতান আলী। বাড়ি জেলার রামগঞ্জের পশ্চিম শেখপাড়া। উল্লেখ্য, ২০১২ সালের ১৭ নবেম্বর রামগঞ্জের পশ্চিম শেখপাড়া গ্রামে দ-প্রাপ্ত আসামি নিজ বাড়িতে কুলসুম আক্তারকে গলা টিপে হত্যা করে।
×