ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যমুনা তীরে নির্মাণাধীন বাঁধে ধস

প্রকাশিত: ০৫:৫৩, ১৭ মে ২০১৭

যমুনা তীরে নির্মাণাধীন বাঁধে ধস

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সোমবার রাতে চৌহালী উপজেলার খাস কাউলিয়া ফাজিল মাদ্রাসা রোডসংলগ্ন নির্মাণাধীন যমুনার তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার এলাকাজুড়ে আবারও ধস দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বিভাগ বালি ভর্তি জিওব্যাগ ডাম্পিং করে ধস ঠেকানোর চেষ্টা করছে। জানা যায়, ২০১৫ সালের নবেম্বরে ১০৯ কোটি টাকা ব্যয়ে যমুনার পূর্বতীর সিরাজগঞ্জের চৌহালী ও টাঙ্গাইলের নাগরপুর এলাকার ৭ কিলোমিটার নদীতীর সংরক্ষণ বাঁধ নির্মাণকাজ শুরু“হয়। সোমবার রাতে হঠাৎ নির্মাণাধীন ওই বাঁধটির চৌহালী ফাজিল মাদ্রাসা রোড এলাকায় ধস দেখা দেয়। দফায় দফায় বাঁধে ধস দেখা দেয়ায় নদীতীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, যমুনার পানি বৃদ্ধি ও নদীর বেজ লেভেল ডাউন হওয়ার কারণে এ ধস দেখা দিয়েছে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বালিভর্তি জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ধস ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষকদের দায়িত্ব গবেষণা ও জ্ঞান সৃজন ॥ চবি উপাচার্য স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পাঠদানের পাশাপাশি গবেষণা এবং জ্ঞান সৃজন শিক্ষকদের অন্যতম দায়িত্ব। শিক্ষকরা তাদের চারিত্রিক গুণাবলী ও মাধুর্য দিয়ে শিক্ষার্থীদের কাছে হয়ে উঠবেন অনুকরণীয় ও অনুসরণীয়। শিক্ষক-গবেষকগণ পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে নিরন্তর জ্ঞান-গবেষণা যেমন চালিয়ে যাবেন তেমনি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তাঁদের কর্তব্যে অধিকতর দায়িত্বনিষ্ঠ হতে হবে। মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকালে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. শিরীন আখতার। চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্যের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মিহির কুমার রায়, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুয়াজ্জম হোসেন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান, শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. সুলতান আহমেদ প্রমুখ। নর্থসাউথ ভার্সিটিতে আইসিজিএনবি সম্মেলন রবিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিজ্ঞান গবেষণায় দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ সম্মেলন আইসিজিএনবি-২০১৭ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ‘জিনোমিক্স, ন্যানোটেক ও বায়ো-ইঞ্জিয়ারিং ২০১৭’ শীর্ষক তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হয় মঙ্গলবার। এ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের স্বাস্থ্য উপদেষ্টা ও মেরিল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. রিতা আর কলওয়েল। বিভিন্ন ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন এবং গবেষকদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ সম্মেলন একটি চমৎকার প্লাটফর্ম বলে মনে করছেন আয়োজকরা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক জি ইউ আহসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন।-বিজ্ঞপ্তি ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে আলোচনা সভা রবিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এস এম নওশের আলী লেকচার গ্যালারিতে ‘আইনের শাসন ও গণতন্ত্র’ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেনÑ বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান, এ্যাডভোকেট কাজী নজীবুল্লাহ হিরু। এই ভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন, ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুরিন আফরোজ।-বিজ্ঞপ্তি
×