ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার ফেনসিডিল রেখে দোকানিকে ফাঁসানোর চেষ্টা

দুই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৫৩, ১৭ মে ২০১৭

দুই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া ॥ সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় এবার ফেনসিডিল দোকানে রেখে এক চা দোকানিকে আটকের চেষ্টার অভিযোগে পুলিশের দুই এএসআইকে ধাওয়া দিয়েছে জনতা। এর আগে ইয়াবা রেখে আটকের চেষ্টায় এক পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দিয়েছিল দোকানিরা। মঙ্গলবার দুপুরে উপজেলার খড়িঞ্চা বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার বিচার দাবি করে সড়কে টায়ার পুড়িয়ে অবরোধ করে রাখে গ্রামবাসী। পরে যশোর ‘ক’ সার্কেলের এডিশনাল এসপি নাইমুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী খড়িঞ্চা গ্রামের চা দোকানি আব্দুর রহমান বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে তিনি দোকান বন্ধ করে ৩ কিলোমিটার দূরের পুড়াপাড়া বাজারে যান। সেখান থেকে দুপুর ১টার দিকে দোকানের মাল নিয়ে ফিরে দেখতে পান চৌগাছা-পুড়াপাড়া সড়কের পাশে খড়িঞ্চা বাজারে অবস্থিত তার চায়ের দোকানের পাশে একটি সাদা মাইক্রো দাঁড়িয়ে আছে। চৌগাছা থানার এএসআই সাজ্জাদ এবং এএসআই মাসুদ তার দোকানের পেছনে কিছু রাখছেন। এ সময় তিনি কে ওখানে, কি রাখছেন বলে চিৎকার করে ওঠেন। চিৎকার শুনে দুই পুলিশ কর্মকর্তা তাকে বলেন এই ফেনসিডিল তুই দোকানের পেছনে রেখেছিস। তুই এই ফেনসিডিলের মালিক। এ কথা বলে তারা তাকে আটকের চেষ্টা করেন। তিনি প্রতিবাদ করলে বাজারের লোকজন এগিয়ে এসে দুই পুলিশ কর্মকর্তাকে ঘিরে বিক্ষোভ করতে থাকেন। এসময় গ্রামের মেম্বার আব্দুল মান্নান এসে দুই পুলিশ কর্মকর্তাকে ছাড়িয়ে দেন। এ ঘটনার প্রতিবাদে এবং ওই দুই পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে স্থানীয় জনতা চৌগাছা-পুড়াপাড়া সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং যান চলাচল বন্ধ করে দেয়। পরে চৌগাছা থানার ওসি (তদন্ত) মারুফ আহমেদ এবং সেকেন্ড অফিসার আকিকুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এরপর যশোরের এডিশনাল এসপি ‘ক’ সার্কেল নাইমুর রহমান গিয়ে ভুক্তভোগী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। স্থানীয়রা জানান, দোকানি আব্দুর রহমানের সঙ্গে গ্রামের মেম্বার আব্দুল মান্নানের বিরোধ ছিল। এজন্য তিনি দুই পুলিশ কর্মকর্তাকে দিয়ে চা দোকানিকে সাইজ করতে চেয়েছিলেন।
×