ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁপাই সীমান্তে মজুদ শুরু

ঈদ বাজার ধরতে সক্রিয় মাদক কারবারিরা

প্রকাশিত: ০৫:৫২, ১৭ মে ২০১৭

ঈদ বাজার ধরতে সক্রিয় মাদক কারবারিরা

ডি. এম তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ ॥ ঈদ বাজার ধরতে মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই অর্ডার দেয়া মাদকদ্রব্য মজুদ করা শুরু হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে ঈদ বাজার ধরতে এবার প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকার মাদক বিভিন্ন চালানের মাধ্যমে নিয়ে আসবে। এবার অধিকাংশ ভারতীয় ফেনসিডিল, গাঁজা ও মদের বোতল আসছে সোনামসজিদ স্থলবন্দর পথে। বৈধ পণ্যের আড়ালে এসব মাদক ঢুকছে ঈদের বাজার ধরার জন্য। বন্দরে সিএন্ডএফ এজেন্ট , রাজস্ব বিভাগের কিছু কর্মকর্তা ও বন্দর শ্রমিকদের ম্যানেজ করেই এসব অবৈধ মাল আমদানিকৃত বৈধ পণ্যের আড়ালে আনা হচ্ছে। এবার এর সঙ্গে জড়িয়ে পড়েছে ভারতে পালিয়ে থাকা জঙ্গীসহ বিএনপি-জামায়াতের সহ¯্রাধিক কর্মী। চাঁদে দেখা সাঈদী আন্দোলনে কানসাট পল্লী বিদ্যুত কেন্দ্র পোড়ানো ও সোনামসজিদ পর্যটন কেন্দ্রের প্রকৌশলী হত্যাসহ নানান সন্ত্রাসী কর্মকা-ের আসামিরা (সহ¯্রাধিক) ভারতে পলায়ন করে জঙ্গী সংগঠনের কানেকশনে এবার মনোযোগ দিয়েছে মাদকের কারবারে। এরা মূলধন হিসাবে পাচ্ছে বাংলাদেশী সহযোগিতা, পাশাপাশি ভারতীয় পয়সাকড়ি। উল্লেখ্য, এদের সহযোগিতায় গড়ে উঠেছিল শিবগঞ্জের কানসাটের জঙ্গী আস্তানা। জঙ্গী আস্তানা উচ্ছেদের পর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পুঁজি এবার মাদক দিয়ে উঠিয়ে নিতে চাচ্ছে। ঈদ বাজার ধরতে ভারতীয় মাদক কারবারির আনাগোনা বেড়ে গেছে। তারা এবার গোদাগাড়ী সীমান্ত পথে ৫০ কোটি টাকার মাদক ব্যবসা করতে চাচ্ছে। গোদাগাড়ী সীমান্ত পথে মাদকের মাধ্যম আসে হেরোইন। ছোটবড় মিলিয়ে গোদাগাড়ীতে পাঁচ শ’ মাদক কারবারি রয়েছে। এরই মধ্যে বড় বড় অর্ধসহ¯্রাধিক মাদক ও অস্ত্রের চালান চাঁপাই সীমান্ত পথে বাংলাদেশ প্রবেশ করেছে। আইন প্রয়োগকারীরা জঙ্গী নিয়ে ব্যস্ত থাকার ফলে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে এসব অস্ত্র ও মাদকের চোরাচালান নির্বিঘেœ গন্তব্যে চলে যায়। পটিয়ায় ছাত্রসেনার মিছিলে পুলিশের লাঠিচার্জ ॥ আটক ৩ নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৬ মে ॥ ছাত্রসেনার মিছিলে চট্টগ্রামের পটিয়ায় পুলিশ লাঠিচার্জ করেছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কে ছাত্রসেনা রাস্তায় যানজট সৃষ্টি করে মিছিল করার সময় পটিয়া কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪-১৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ছাত্রসেনার নেতাকর্মীদের লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার সময় পটিয়া ক্রসিং থেকে মইজ্যারটেক পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ হুলাইন এলাকার ইসমাইল, শিকলবাহা জামালপাড়া এলাকার হাফেজ নাঈম উদ্দিন ও পটিয়ার বড়লিয়া এলাকার সাজ্জাদ হোসেনকে আটক করেছে।
×