ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইড বই না কেনায় বেত্রাঘাত

জামালপুরে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৫:৫১, ১৭ মে ২০১৭

জামালপুরে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৬ মে ॥ সদর উপজেলার ঝাওলা গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র হাসানাত শাহরিয়ার আবিরকে বেত্রাঘাত করে শারীরিক নির্যাতনে অভিযুক্ত সহকারী শিক্ষক নিজাম উদ্দিনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গঠিত তদন্তকারী জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোবাখখারুল ইসলাম সোমবার সন্ধ্যায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৯ এপ্রিল এ ছাত্র নির্যাতনের ঘটনা ঘটে। জানা গেছে, জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান আলী ও সহকারী শিক্ষক নিজাম উদ্দীন শিক্ষার্থীদের অনুপম গাইড বই কেনার জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন। পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র হাসানাত শাহরিয়ার আবির গাইড বই কিনতে অস্বীকার করে। গাইড বই না কেনায় সহকারী শিক্ষক নিজাম উদ্দীন গত ১৯ এপ্রিল ওই শিক্ষার্থীকে নির্মমভাবে বেত্রাঘাত করে। নির্যাতনে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। ওই ছাত্রের পিতা আক্রাম হোসেন এ ঘটনার বিচার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ২৫ এপ্রিল লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের নির্দেশে জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোবাখখারুল ইসলাম ছাত্রকে বেত্রাঘাত করার ঘটনাটি সরেজমিনে তদন্ত করেন। তদন্তে তিনি গাইড বই না কেনায় ছাত্র হাসনাত শাহরিয়ার আবিরকে বেত্রাঘাতের সত্যতা পান। বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষাণীর মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে মঙ্গলবার ধানখেতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষাণী মারা গেছে। নিহতের নাম কল্পনা রানী মন্ডল (৬০)। সে উপজেলার নাগরী ইউনিয়নের বেলুন গ্রামের প্রমেশ চন্দ্র ম-লের স্ত্রী।
×