ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেলিযোগাযোগ দিবস আজ টেলি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৪৯, ১৭ মে ২০১৭

টেলিযোগাযোগ দিবস আজ টেলি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন ॥ রাষ্ট্রপতি

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ। এদিন জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)’র ১৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। আইটিইউর ১৯৩ সদস্য রাষ্ট্রের ন্যায় বাংলাদেশেও দিবসটি উদ্যাপিত হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বিগ ডাটা ফর বিগ ইম্প্যাক্ট।’ এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মঙ্গলবার বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ওসমানী মিলনায়তনে এ দিবসটির মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি তার বাণীতে টেলিযোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে অধিকতর অবদান রাখার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, বিশাল ডাটা ভা-ারকে বৈজ্ঞানিক উপায়ে ব্যবহার করে আর্থসামাজিক কর্মকা-ের সকল ক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে পারলে সমাজ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে। এ পরিপ্রেক্ষিতে দিবসটির প্রতিপাদ্য ‘বিগ ডাটা ফর বিগ ইমপ্যাক্ট’ যথার্থ হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আইটিইউর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন এ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে উদযাপিত হচ্ছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে জনগণের মধ্যে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। কয়েকটি জাতীয় দৈনিকে রঙিন বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে, বিসিএস (টেলিকম) সমিতি টেলিটেক জার্নালের বিশেষ সংখ্যা প্রকাশ করছে এবং সোহ্রাওয়ার্দী উদ্যান থেকে সুসজ্জিত কার র‌্যালি ও রোড শো শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। র‌্যালিটি উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী। সারাদেশে বিভিন্ন স্থানে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের পাশের্^ দিবসের প্রতিপাদ্য তুলে ধরে সচেতনতামূলক ফেস্টুন ও ব্যানার প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ বেতার, বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করা হবে। মোবাইলে এসএমএস প্রদান ও টিভি চ্যানেলে স্ক্রল প্রচারের মাধ্যমে জনগণকে দিবস সম্পর্কে অবহিত করা হচ্ছে। অভিনব বিক্ষোভ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে বিরোধীদের চলমান বিক্ষোভ সপ্তম সপ্তায় গড়িয়েছে। রাজধানী কারাকাসে সোমবার সরকারবিরোধী বিক্ষোভের এক পর্যায়ে দুই প্রতিবাদকারী রাস্তায় শুয়ে বই পড়তে শুরু করেন -এএফপি বিচিত্র ক্যাপ অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে ‘ফ্যাশন উইক’। সেখানেই মঙ্গলবার ‘সেন্ট জর্জ নেক্সটজেন’ শো চলাকালে এই মডেল বিচিত্র ধরনের ক্যাপ পরে হাজির হন-এএফপি
×