ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিন্ন ধরনের আয়োজন

প্রকাশিত: ০৫:৪৭, ১৭ মে ২০১৭

ভিন্ন ধরনের আয়োজন

জার্মানির মিউনিখে সম্প্রতি একটি ভিন্ন ধরনের দৌড়ের আয়োজন করা হয়। ইতোমধ্যে ওই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তহবিল ঘটনের ওই দৌড় প্রতিযোগিতায় এক ধারাভাষ্যকার বলেন, শুধু মানুষের দৌড়ের চেয়ে গরু-ছাগলের দৌড়ে বেশি অর্থ জমা হতে পারে তহবিলে। আসলে প্রতিষ্ঠানের জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে এ দৌড়ের আয়োজন করা হয়েছিল। টুইটারে উইংস ফর লাইফ ওয়ার্ল্ড রান নামের একটি প্রতিষ্ঠানের অফিসিয়াল এ্যাকাউন্টে প্রকাশিত ওই ভিডিওতে এক ধারাভাষ্যকার বলেছেন, ‘আমরা দেখেছি কিছু ভেড়া দৌড়ের পর্যবেক্ষণে থাকা গাড়ির কাছাকাছি চলে আসায় গাড়ির গতি কমে গিয়েছিল। নিয়মানুযায়ী, ওই গাড়ি যদি কোন অংশগ্রহণকারীকে ধরে ফেলত, তবেই তার দৌড় শেষ হয়ে যেত। এতে অবশ্য কিছুটা লাভই হয়েছে। যারা অংশ নিয়েছিলেন, তাদের একটু বেশি সময় দৌড়াতে হয়েছে। যেহেতু কিলোমিটারের সংখ্যার ওপর অর্থ উঠছিল, তাই যত বেশি দৌড়ানো হয়েছে, অর্থও তত বেশি উঠেছে।’ ভিডিওতে আরেক ধারাভাষ্যকার বলেন, ‘গরু-ভেড়াগুলোর শৃঙ্খলা দেখে আমি অভিভূত হয়েছি।’ আয়োজক প্রতিষ্ঠানটি মেরুদ-ের ওপর গবেষণার জন্য এ দৌড়ের আয়োজন করেছিল। তবে ওই আয়োজনের মাঝখানে ঢুকে পড়ে বেশকিছু গরু-ছাগল। তাদের মালিক কে বা কারা তা জানা যায়নি। -ওয়েবসাইট
×