ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদার নাশকতার তিন মামলা হাইকোর্টে স্থগিত

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ মে ২০১৭

খালেদার নাশকতার তিন মামলা হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও দারুসসালাম থানায় দায়ের করা নাশকতার তিনটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। অন্যদিকে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুই মামলায় মৃত্যুদ- প্রাপ্ত পালাতক ৫ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও দারুসসালাম থানায় দায়ের করা নাশকতার তিন মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আদেশে বলা হয়েছে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। বিচারপতি মোঃ মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি কে এনএম বশিরুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তাদের সঙ্গে ছিলেন আইজীবী সানজিদ সিদ্দিকী।রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও দারুসসালাম থানার পৃথক তিনটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব মামলার অভিযোগপত্র আমলে নিতে বিচারিক আদালতের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। তিনি আরও বলেন, ২০১৫ সালের ২৪ জানুয়ারি ও ৩ মার্চ মামলা তিনটি দায়ের করা হয়। এসব মামলার এফআইআরে খালেদা জিয়ার নাম ছিল না। কিন্তু চার্জশীটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব মামলার কার্যক্রম স্থগিত থাকবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আমরা আপীল বিভাগে আবেদনের প্রস্তুতি নিচ্ছি।’ এ নিয়ে একটি রাষ্ট্রদ্রোহসহ খালেদা জিয়ার মোট ১২ মামলার কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট। শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ককে কেন্দ্র করে হওয়া রাষ্ট্রদ্রোহের মামলা গত ২৯ মার্চ স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৯ এপ্রিল নাশকতার তিন, ১৩ এপ্রিল চার এবং ৭ মে দুটি মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। আইনজীবী নিয়োগের নির্দেশ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুই মামলায় মৃত্যুদ- প্রাপ্ত পলাতক ৫ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং অফিসকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। সাত খুন মামলার পালাতক ৫ আসামি হলেনÑ সৈয়দ মহিউদ্দিন মুন্সি, আল-আমিন শরীফ, তাজুল ইসলাম, সানাউল্লাহ খান ও শাহজাহান। জহিরুল হক জানান, মৃত্যুদ- প্রাপ্ত পালাতক আসামিদের মধ্যে কয়েকজন আত্মসমর্পণ করে আপীল করেছেন। আপীলে তাদের বিলম্বের আবেদন মওকুফ হওয়ার পর পালাতক আরও ৫ জনের পক্ষে আইনজীবী নিয়োগের এ নির্দেশ দেয়া হয়। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ বিষয়ে গত ১১ মে শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন ১৫ মে’র মধ্যে পালাতক আসামিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রদানের নির্দেশ দেন আদালত। সেই তথ্য পাওয়ার পর মঙ্গলবার এ আদেশ আসল।
×